এলাকার মানুষের অভিযোগ, এই বিষয়ে বারবার ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও শুধু মিলেছে আশ্বাস কাজের কাজ কিছুই হয়নি। এদিকে বৃষ্টির জল জমে চাষ জমি যেন নদীতে পরিনত হয়েছে, ক্ষতির মুখে কৃষিজ ফসল।কোনও উপায় না দেখে চন্দ্রকোনা ১ ও ২ ব্লকের পান্ডুয়া, পিরিজপুর, কেলেমীর এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকেরা সেই কালভার্ট কাটিয়ে জল নিকাশের ব্যবস্থা করতে গেলে এলাকার বেশ কিছু মানুষ তাদের বাধা দেয়।
advertisement
আরও পড়ুনঃ টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন চন্দ্রকোনা টাউনের কদমতলা
তাদের যেটা দাবি, যদি এই কালভার্ট কেটে জল না বের করে দেওয়া হয়, তাহলে বাঁচবে না চাষীরা। অপরদিকে কিছু মানুষের দাবি, রাস্তা ও কালভার্ট কেটে জল নিকাশি না করলে এলাকার কোনও মানুষই যাতায়াত করতে পারবে না। চরম সমস্যায় পড়বে ২০/২৫ টি গ্রামের মানুষ। এই নিয়েই এলাকার দুই পক্ষের মানুষ জড়িয়ে পড়ে বচসায়, দেখা দেয় উত্তেজনা।
আরও পড়ুনঃ মেদিনীপুর পুর এলাকায় চিকিৎসা পরিষেবা দিতে সুস্বাস্থ্য কেন্দ্র
এলাকার মানুষদের দাবি, দ্রুত প্রশাসন এই বিষয়টির দিকে গুরুত্ব দিক, তা নাহলে এই এলাকার শতাধিক কৃষক পড়বে চরম সমস্যায়। এই বিষয়ে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথিন্দ্র নাথ অধিকারী ক্যামেরার সামনে কিছু না বললেও আমাদের জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধানের ব্যবস্থা করা হচ্ছে।
Partha Mukherjee