নির্বাচন বিধিভঙ্গের অভিযোগ তুলেছে শাসক দল। তৃণমূল ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে। বিভিন্ন ব্লক এলাকায় ঘুরে বিজেপি কর্মীরা কীভাবে মনোনয়ন জমা দিচ্ছেন, তারা কতটা প্রস্তুত- তার খোঁজ নেওয়ার পাশাপাশি নির্বাচনের প্রচার-সহ বিভিন্ন বিষয় নিয়ে দলীয় কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দিতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। সোমবারের পর মঙ্গলবারও নিজের সংসদ এলাকায় ঘুরলেন দিলীপ।
advertisement
আরও পড়ুন: মনোনয়নের সময়সীমা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশনই, বড় নির্দেশ হাইকোর্টের
এদিন প্রথমে কেশিয়াড়িতে আসেন। পরে খড়্গপুর ১, কেশপুর, মেদিনীপুর সদর ও শালবনীতে ঘোরেন। এদিন প্রথমে কেশিয়াড়ির দুটি মণ্ডল এলাকার কর্মীদের সঙ্গে কথা বলেন। মনোনয়ন দ্রুত জমা করার বিষয়ে কর্মীদের নির্দেশ দেওয়ার পরে একসময় কেশিয়াড়ি ব্লকের মনোনয়ন কেন্দ্রে হঠাৎই ঢুকে পড়তে দেখা যায় তাঁকে। এদিন সকাল ১০ টা ৪০ মিনিট নাগাদ কেন্দ্রে ঢুকে পড়েন তিনি।
এরপরেই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তোলে তৃণমূল। যদিও সেই মুহূর্তে কেন্দ্র এক প্রকার ফাঁকাই ছিল। ঘটনার পর কেশিয়াড়ির ব্লক তৃণমূল সভাপতি ব্লকের নির্বাচনী আধিকারিককে জানিয়েছেন। ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও এই বিষয় নিয়ে আমল দেয়নি বিজেপি। তবে সাংসদের ঢুকে যাওয়া নিয়ে কটাক্ষ করেছে কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু।
Ranjan Chanda