তারপরেই ব্যবসায় ক্ষতি হচ্ছে বলে দাবি করে বিক্ষোভে সামিল হল মেদিনীপুর পূর্ব ও পশ্চিম জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যান সমিতি। গত দুদিন আগে দাসপুর বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছিল তারা। বৃহস্পতিবার সংগঠনের কেশপুর জোন এর পক্ষ থেকে মিছিল করে বিক্ষোভ দেখানো হয় কেশপুর বিডিও অফিসে। কেশপুর কলেজের সামনে থেকে মিছিল করে গিয়ে কেশপুর বিডিও অফিসে বিক্ষোভ করে ডেপুটেশন দেয় তারা।
advertisement
আরও পড়ুনঃ গানে গানে প্রিয় গায়ক কেকে-কে শ্রদ্ধাঞ্জলি শহর মেদিনীপুরে
সংগঠনের নেতা গৌরহরি সামন্ত বলেন-\" প্রশাসনের পক্ষ থেকে একাধিক নিয়মের কড়াকড়ি শুরু হয়েছে। চাষীদের গাছও কাটতে প্রচন্ড কড়াকড়ি। আমরা নিজেরা বহু চাষীকে গাছ লাগানোর জন্য দিই। সেই গাছ বড় করে তারা আমাদের বিক্রি করে থাকেন।
আরও পড়ুনঃ কৃষি ঋণ মুকুবের দাবি নিয়ে কেশপুরের বাঁকাঝেটাতে ব্যাঙ্ক ঘেরাও করে বিক্ষোভ কৃষক ঐক্য মঞ্চের
কিন্তু জঙ্গলের গাছ রক্ষা করতে গিয়ে সেই আইন লাগু করা হচ্ছে চাষির গাছের ক্ষেত্রেও। তাই আমাদের মত ব্যবসায়ী, ফার্নিচার ব্যবসায়ী, ও কাঠের ওপর নির্ভরশীল ব্যবসা মার খাচ্ছে। তাই অবিলম্বে এই আইনের সরলীকরণ দাবি করছি আমরা।\"
Partha Mukherjee