Keshpur : কৃষি ঋণ মুকুবের দাবি নিয়ে কেশপুরের বাঁকাঝেটাতে ব্যাঙ্ক ঘেরাও করে বিক্ষোভ কৃষক ঐক্য মঞ্চের

Last Updated:

ইন্ডিয়ান ব্যাঙ্কের বাঁকাঝেটা শাখার ABM ঋতিকা শর্মা বলেন, ব্যাঙ্কের যা সিস্টেম আছে, সেই সিস্টেম মেনেই ব্যাংক কর্তৃপক্ষ চাষীদের ঋণ মুকুবের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি চাষীদের সমস্যার সমাধান হয়ে যাবে।

+
বিক্ষোভরত

বিক্ষোভরত চাষীরা

#কেশপুর: কৃষি ঋণ মুকুবের দাবি নিয়ে কেশপুরের বাঁকাঝেটাতে ব্যাঙ্ক ঘেরাও করে বিক্ষোভ কৃষক ঐক্য মঞ্চের। কৃষি ঋণ মুকুবের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের বাঁকাঝেটা এলাকায় ইন্ডিয়ান ব্যাঙ্ক এর শাখা ঘেরাও করে বিক্ষোভ দেখাল কৃষক ঐক্য মঞ্চ।
বিক্ষোভকারী কৃষকদের মূলত দাবি, এই বছর আলুর চাষ করে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই পরিস্থিতিতে যেসব চাষী ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন তাদের ঋণ মুকুব করে দেওয়া হয়েছে। অভিযোগ, ঋণ মুকুব হলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নিচ্ছে না, এই অভিযোগ তুলেই এইদিন ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখায় বিক্ষোভ প্রদর্শন করল এলাকার চাষীরা। বিক্ষোভের পাশাপাশি এদিন স্মারকলিপি প্রদান করা হয় ব্যাংক কর্তৃপক্ষকে। চাষীদের অভিযোগ, বিভিন্ন সময়ে ব্যাংক ঋণ মুকুবের জন্য আবেদন জানানো হয়েছে এলাকার ক্ষতিগ্রস্থ চাষীদের তরফে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ নানা অজুহাতে দিনের পর দিন ঘোরাচ্ছে। চাষীদের ঋণ মুকুবের ক্ষেত্রে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোন ভুমিকা পালন করছে না।
advertisement
advertisement
যদিও এই সম্বন্ধে ইন্ডিয়ান ব্যাঙ্কের বাঁকাঝেটা শাখার ABM ঋতিকা শর্মা বলেন, ব্যাঙ্কের যাযা সিস্টেম আছে, সেই সিস্টেম মেনেই ব্যাংক কর্তৃপক্ষ চাষীদের ঋণ মুকুবের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি চাষীদের সমস্যার সমাধান হয়ে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Keshpur : কৃষি ঋণ মুকুবের দাবি নিয়ে কেশপুরের বাঁকাঝেটাতে ব্যাঙ্ক ঘেরাও করে বিক্ষোভ কৃষক ঐক্য মঞ্চের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement