অংকনের নানা শিল্পকর্মের পাশাপাশি ২০১৭ সাল থেকে পেপার কাটিং-এর মধ্য দিয়ে বিভিন্ন পোট্রেট করে বেশ জনপ্রিয় তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসু, কিশোর কুমার, সুচিত্রা সেন, রোনাল্ডো-সহ একাধিক জনের পোট্রেট তৈরি করেছেন কাগজ কেটে। ছোট থেকেই পার্থিবের ঝোঁক ছিল অংকন ও হাতের নানান কাজে। বর্তমানে তিনি পেশায় পশু চিকিৎসক।
advertisement
আরও পড়ুন: South Dinajpur News: এক জমিতেই হরেক ফসল! অভিনব পদ্ধতিতে চাষ "সাথী ফসল"
আরও পড়ুন: Howrah News: দক্ষিণেশ্বরের নবরত্ন মন্দিরের আদলে হাওড়ায় নির্মিত কালী মন্দির
চিকিৎসা ক্ষেত্রে ছুরি কাঁচি নিয়ে কাজ তার। তবে নেশাতে ও তিনি পেপার কাটিং বোর্ড, ছুরি ব্যবহার করে কাগজ কেটে তৈরি করছেন শিল্প। তিনি বলেন,\" কোথাও শিখিনি। সমাজমাধ্যমে দেখে এই শিল্প নিজে তৈরি করতে শিখি। এতে মন ভালো হয়।\" কাজের পর বাকি সময় মোবাইল বা টিভিতে না মুখ গুঁজে চলে পেপার কাটিং করে শিল্প সৃষ্টি গড়া।
Ranjan Chanda