TRENDING:

West Midnapore News: মেদিনীপুরে অভিনব ভাবনা! সবুজায়নের বার্তা ছড়াতে পড়ুয়াদের হাতিয়ার ' রাখি '

Last Updated:

গাছ বাঁচানোর সহ পরিবেশ রক্ষার বার্তা দিতে শিশুদের ভরসা রাখি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর: কচিকাঁচাদের হাতে বানানো রাখিতে এবার পরিবেশ সচেতনতার বার্তা। পরিবেশ বাঁচাতে, সবুজায়নের লক্ষ্যে রাখির মধ্য দিয়ে গাছ লাগানোর বার্তা দিল স্কুল পড়ুয়ারা।
advertisement

ডিজিটাল যুগে সবকিছুতেই এসেছে ঝাঁ চকচকে লুক। কমে গিয়েছে হস্তশিল্পের ছোঁয়া। কচিকাঁচাদের সৃজনশীল মানসিকতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য প্রতি বছর মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা রাখি তৈরি করে। সেই রাখি একে অপরকে পরিয়ে দেয়।

আরও পড়ুন: ‘দোলে শ্যাম-রাই’! নবদ্বীপের ঝুলন-যাত্রা না দেখলেই নয়! মেলে শ্রীকৃষ্ণের কৃপা!

advertisement

তবে সেই রাখি বন্ধনে এবার পরিবেশ রক্ষার বার্তা। কচিকাচাদের হাতে তৈরি রাখির মধ্য দিয়ে সবুজায়নের বার্তা দেওয়া হয়েছে।প্রচলিত রাখির পাশাপাশি গাছ এঁকে ও স্লোগান লিখে সবুজায়নের বার্তা দেওয়া রাখিও তৈরি করেছে কচিকাঁচারা। ছোট ছোট শিশুদের এই রাখি বানাতে সাহায্য করেছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

View More

আরও পড়ুন: ছিঃ, ছিঃ, সোনার ইতিহাসের শহর, আর আজ রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা, এলাকাবাসী দিল মোক্ষম দাওয়াই

advertisement

প্রসঙ্গত সাধারণ মানুষের অসচেতনতার কারণে দিনের পর দিন ধ্বংস হচ্ছে সবুজ অরণ্য। ভারসাম্য থাকছে না প্রকৃতি এবং মানুষের মধ্যে। শিশুদের মধ্যে সবুজায়নের বার্তা এবং রাখি বানানোর পদ্ধতির মধ্য দিয়ে সৃজনশীল মানসিকতা গড়ে তোলায় লক্ষ বিদ্যালয়ের।

বিদ্যালয়ের এই চিন্তাভাবনা ও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: মেদিনীপুরে অভিনব ভাবনা! সবুজায়নের বার্তা ছড়াতে পড়ুয়াদের হাতিয়ার ' রাখি '
Open in App
হোম
খবর
ফটো
লোকাল