Jhulan Yatra 2023: 'দোলে শ্যাম-রাই'! নবদ্বীপের ঝুলন-যাত্রা না দেখলেই নয়! মেলে শ্রীকৃষ্ণের কৃপা!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Jhulan Yatra 2023: নবদ্বীপের ঝুলন উৎসব দেখেননি? মন ছুঁয়ে যাবে এই ভিডিও
নবদ্বীপ: ঝুলনযাত্রা উৎসব পালন করা হচ্ছে মন্দির নগরী শ্রীচৈতন্য মহাপ্রভু ধাম নবদ্বীপে। রবিবার অর্থাৎ শ্রাবণ মাসের একাদশী থেকে শ্রাবণী পূর্ণিমা অর্থাত্ রাখি পূর্ণিমা পর্যন্ত এই পাঁচদিন ধরে পালিত হবে বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত জনপ্রিয় ঝুলন উত্সব। দোলযাত্রার পর এই ঝুলনই হল বৈষ্ণবদের কাছে অন্যতম উত্সব মথুরা-বৃন্দাবনের মতোই বাংলার ঝুলন উৎসবের ঐতিহ্য সুপ্রাচীন। ঝুলন শব্দের অর্থ দোলনা। এই সময় ভক্তরা রাধাকৃষ্ণকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো দোলনায় বসিয়ে পুজো করেন।
মনে করা হয় যে বৃন্দাবনে রাধা-কৃষ্ণর প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপরযুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। এক এক অঞ্চলে দোল বা দুর্গোৎসবের মতো ঝুলনের আকর্ষণ কিছু কম নয়। ঝুলনেও দেখা যায় নানা আচার অনুষ্ঠান ও সাবেক প্রথা। এই উৎসব হয় মূলত বনেদি বাড়ি এবং মঠ-মন্দিরে। রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ দোলনায় বসিয়ে হরেক আচার অনুষ্ঠান পালিত হয় এই সময়।
advertisement
advertisement
এর পাশাপাশি এই উত্সবের সঙ্গে জড়িয়ে আছে সামাজিক এবং সাংস্কৃতিক ঐহিত্য। ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গেই ছোটদের ঝুলন সাজানোর আকর্ষণও কিছু কম নয়। নানা ধরনের মাটির পুতুল, কাঠের দোলনা আর গাছপালা দিয়ে ঝুলন সাজানো হয়ে থাকে। কোথাও কোথাও ঝুলন উপলক্ষে চলে নামসংকীর্তন। এই সময় প্রতি দিন ২৫-৩০ রকমের ফলের নৈবেদ্য, লুচি, সুজি নিবেদন করা হয় রাধা-কৃষ্ণকে।
advertisement
প্রত্যেকবারের মতো এবারও ঝুলন যাত্রা উৎসব শুরু হল মন্দির নগরী শ্রীচৈতন্য ধাম নবদ্বীপে। নবদ্বীপের বলদেব বাড়ি থেকে শুরু করে, রাধা মদনমোহন মন্দির, মহাপ্রভু বাড়ি, সমাজবাড়ি, ইত্যাদি নবদ্বীপের ঐতিহ্যময় মঠ মন্দির গুলিতে পালন করা হচ্ছে ঝুলন যাত্রা উৎসব। যা দেখতে ভিড় জমেছে আপামর নবদ্বীপবাসীর।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2023 5:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhulan Yatra 2023: 'দোলে শ্যাম-রাই'! নবদ্বীপের ঝুলন-যাত্রা না দেখলেই নয়! মেলে শ্রীকৃষ্ণের কৃপা!