সন্ধ্যে নাগাদ আগুন লেগে মাঠের মধ্যেই পুড়ে যায় প্রায় ১০ কাঠা জমির সম্পূর্ণ পাকা ধান, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ইতিমধ্যেই পতিত পবনের পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন সকলকেই বিষয়টি অভিযোগ আকারে জানিয়েছেন, এবং দাবি করেছেন ঘটনায় যুক্ত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির। যদিও প্রশাসনের তরফ থেকে একাধিকবার নাড়া পোড়ানো বন্ধ নিয়ে সচেতনামূলক প্রচার চালানো হলেও প্রতিনিয়ত জেলার বিভিন্ন জায়গায় কৃষি জমিতে পড়ানো হচ্ছে নাড়া, ছড়াচ্ছে দূষণ।
advertisement
আরও পড়ুনঃ সারাদিন নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হল বিশ্ব এডস দিবস
সম্প্রতি রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ঘাটালে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে পঞ্চায়েত, ব্লক ও জেলা প্রশাসনকে নাড়া পোড়ানো বন্ধের জন্য কড়া পদক্ষেপ গ্রহন করার নির্দেশ দিয়ে গেছেন। পাশাপাশি নাড়া পোড়ানো রুখতে সচেতনতা মূলক প্রচারে আরও বেশী করে জোর দেওয়ার আবেদন করেছেন। সেইমত প্রসাশনের তরফে সচেতনতা মূলক প্রচার চালানোর পরেও আটকানো যাচ্ছে না নাড়া পোড়ানো।
Partha Mukherjee