দাঁতনের এই অবসরপ্রাপ্ত শিক্ষকের কবিতা লেখার এমন অবাক গুণে তাজ্জব এলাকার মানুষ। অবসর সময়ে লেখা কবিতাগুলি একত্রিত করে সম্প্রতি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন অনিলবাবু। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এই শিক্ষক এলাকাবাসীর গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন: রাস্তার উপর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না, পাশেই ঘুরছে কুকুর-বিড়াল!
অবসর জীবনে অনিল কুমার দাস সমাজ সচেতনতা থেকে ছোটদের বিষয়, নানান ক্ষেত্রের উপর কবিতা লেখেন। এমনকি দিনের যেকোনও একটি ঘটনা নিয়ে তাঁকে কবিতা লিখতে বললেও তিনি কিছুক্ষণের মধ্যেই সামনে এনে হাজির করেন ছন্দ মিশ্রিত কবিতা। ছোট থেকেই তাঁর কবিতার প্রতি আগ্রহ। অপটু হাতে কলেজ জীবনে শুরু হয় কবিতা লেখা। পরে চাকরিজীবনেও ক্লাসের অবসরে তিনি কাগজ পেন নিয়ে বসে পড়তেন। লিখতেন কবিতা। তাঁর কাব্যগ্রন্থ ‘নীল আকাশে’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। সিকিম থেকে হিমাচল, দিল্লি সহ নানা জায়গায় ঘুরতে গিয়ে তাঁর অভিজ্ঞতাকে নিয়ে লেখা কবিতাগুলি এই কাব্যগ্রন্থে জায়গা পেয়েছে। বাস্তব জীবনকে নিয়েও ধরেছেন লেখনী। পাশাপাশি সুবর্ণরেখা, দাঁতন-সহ পারিপার্শিক নানা বিষয়কে নিয়ে লেখা তাঁর কবিতা বেশ চমকপ্রদ। তবে বিষয় উল্লেখ করলেই কবিতা লিখে দেওয়ার তাঁর এই ক্ষমতা সবচেয়ে বেশি অনিলবাবুকে প্রচারের আলোয় নিয়ে এসেছে।
advertisement
রঞ্জন চন্দ