আমডিহা এলাকায় ক্যানেল তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে ১৭৮৮৮২ টাকা। কাজ হয়ে গেছে বলে তোলা হয়েছে ১৪৬০৬৪ টাকা। পার্কের পেছনে বাঁশ দিয়ে ঘেরা জায়গায় প্রকল্পের বোর্ডেও বাংলায় লেখা আছে পাশে ক্যানেল খনন। অথচ গোটা পার্কের আশেপাশে কোনও ক্যানেল চোখে পড়ে না। পার্কের পেছনে বনদফতরের জমির কিছু অংশে মাটি খোঁড়া আছে। অভিযোগ সেটা দেখিয়েই নাকি ক্যানেলের কাজ হয়েছে বলে টাকা তুলে নেওয়া হয়েছে। অথচ এই এলাকায় কোনও ক্যানেলের কাজই হয়নি। গ্রামবাসীদের অভিযোগের সত্যতা স্বচক্ষে দেখে প্রধানের কাছে জানতে চাইলে তার দেখা মেলে না।
advertisement
আরও পড়ুন টানা বৃষ্টিতে ধুয়ে গেছে সার, মাথায় হাত রাজ্যের শস্য ভান্ডারের ধান চাষীদের
যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সোরেন স্বীকার করেছেন, তিনি অভিযোগ পেয়েছেন৷ এবং তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলেও জানান। যদি উপ প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবেও বলে জানান তিনি। অন্যদিকে জেলাশাসক সুনীল আগরওয়াল জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।
পার্থ মুখোপাধ্যায়