ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বালিভাসা এলাকায়, ছয় নম্বর জাতীয় সড়কের উপর ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া-র পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বালিভাসা টোলপ্লাজার উপর দিয়ে যাতায়াতকারী সমস্ত গাড়ির উপর শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। ১২ ই মে বৃহস্পতিবার ২০২২ থেকে ২০২৩ সালের ৩১ শে মার্চ পর্যন্ত ওই নতুন শুল্ক বহাল থাকবে বলে জানানো হয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুনঃ জানেন কী, নেতাজি সুভাষ চন্দ্র বসুর পদধূলিতে ধন্য ঝাড়গ্রামের এই জায়গা..
ছোট-বড় বিভিন্ন গাড়ি ওই টোল প্লাজার উপর দিয়ে যাতায়াত করে। যার ফলে যেভাবে শুল্ক বাড়ানো হয়েছে, তাতে জিনিসপত্রের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। কেন্দ্র সরকার নিয়ন্ত্রণাধীন ওই সংস্থা টোল প্লাজাগুলিতে শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করায় সমস্যায় পড়েছেন পণ্যবাহী গাড়ির ব্যবসায়ীরা।
আরও পড়ুনঃ ফের মাওবাদী নাশকতার আশঙ্কায় তটস্থ জঙ্গলমহল! একাধিক স্টেশনে চলল তল্লাশি
এর ফলে যেমন জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা রয়েছে, তেমনি যাত্রীবাহী বাসগুলিতেও ভাড়া বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যার ফলে, সাধারণ মানুষ টোলপ্লাজা কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তে খুশি নয়। অন্যদিকে, টোল প্লাজার এক কর্মকর্তা জানান, শুল্ক বাড়ানোর ফলে পণ্যবাহী বড় গাড়ি যাতায়াত অনেকটাই কমেছে।
Partha Mukherjee