আরও পড়ুন: SSC শূন্য পদের তালিকা তৈরি না করায় ইন্টারভিউ হয়েও কাজে যোগ দিতে পারছে না চাকরিপ্রার্থীরা!
জেলাজুড়ে পুলিশ আধিকারিকদের এই রদবদল প্রসঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এটি রুটিন বদলি। বিভিন্ন থানার ওসি-রা ছাড়াও বদলির তালিকায় আছেন জেলা সদরের কোতোয়ালি থানার টাউনবাবুও। জেলা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কোতোয়ালি থানার টাউনবাবু তরুণ কুমার দে-কে বদলি করা হয়েছে কেশিয়াড়ি থানায়। কোতোয়ালি থানার নতুন টাউনবাবু হচ্ছেন প্রশান্ত কীর্তনীয়া। তিনি বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানায় ওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
advertisement
এছাড়াও, বদলি করা হয়েছে রামজীবনপুর ফাঁড়ির ইনচার্জ শঙ্খ চ্যাটার্জিকে। তাঁকে ঘাটাল থানার ওসি করা হচ্ছে। রাজকুমার দাসকে চন্দ্রকোনা টাউন থানা থেকে বদলি করে রামজীবনপুর ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে। আনন্দপুর থানার ওসি সুজিত ঘোষ বদলি হয়ে বেলদা থানার ওসি হচ্ছেন। অপরদিকে বেলদা থানার ওসি মহম্মদ আসিফ সানি আনন্দপুর থানার নতুন ওসি হচ্ছেন। গড়বেতা থানার ওসি অঞ্জনি তেওয়ারি নারায়ণগড় থানার ওসি হচ্ছেন। সবং থানার ওসি সুব্রত বিশ্বাস-কে বদলি করা হয় চন্দ্রকোনা থানার এসআই হিসেবে। সবং থানার নতুন ওসি হচ্ছেন চঞ্চল সিংহ। তিনি খড়্গপুর টাউন থানার অধীন খরিদা আউট পোস্টের (ফাঁড়ির) ইনচার্জ ছিলেন। কেশিয়াড়ি থানার এসআই প্রণব সেনাপতি গড়বেতা থানার নতুন ওসি হচ্ছেন। অন্যদিকে, চন্দ্রকোনা রোড আউট পোস্টের ইনচার্জ থেকে ডেবরা থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রণয় রায়। চন্দ্রকোনা রোড আউট পোস্টের ইনচার্জ হচ্ছেন খড়্গপুর টাউন থানার এসআই চিন্ময় প্রামাণিক। খড়্গপুর টাউন থানার এসআই প্রশান্ত সৎপতি খরিদা আউট পোস্টের নতুন ইনচার্জ হচ্ছেন। কেশিয়াড়ি থানার এসআই দীনবন্ধু বেরা নিমপুরা ফাঁড়ির ইনচার্জ হচ্ছেন। নিমপুরা ফাঁড়ির ইনচার্জ তপন সিংহ মহাপাত্র-কে বদলি করা হয়েছে দাঁতন থানায়। শালবনী থানার সেকেন্ড অফিসার বা মেজবাবু তরুণ হাজরা-কে বদলি করা হয়েছে দাসপুর থানায়। পিংলা থানার এসআই প্রশান্ত চক্রবর্তীকে গড়বেতা থানার এসআই হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও, বিভিন্ন থানার পাঁচজন এএসআইকে রদবদল করা হয়েছে।
রঞ্জন চন্দ