প্রসঙ্গত, গ্রাম বাংলার প্রধান বসার আসন মাদুর। গ্রাম বাংলা ছাড়িয়ে বিশ্বের দরবারে আজ সমাদৃত সবংয়ের এই মাদুর। শুধু সবং নয়, সবংয়ের পার্শ্ববর্তী ব্লকেও এই মাদুর তৈরি করেন সাধারণ মানুষেরা।
জানা গিয়েছে, ধান চাষের মতোই মাদুরকাঠি চাষ করতে হয় জমিতে। মাদুরকাঠি তুলে শুকিয়ে তাকে সুবিধা মত কেটে, এক একটি মাদুর কাঠি পরপর সাজিয়ে তৈরি করা হয় আস্ত একটি মাদুর। ধান চাষ কিংবা অন্যান্য চাষের পাশাপাশি এই মাদুর শিল্পে পরিশ্রম করলে লাভ হয় বেশ। মাঠে চাষের কাজ পুরুষরা দেখভাল করলেও বাড়ির নানা কাজ সামলে মাদুর বোনেন মহিলারা। বর্তমান বাজারে এক একটি মাদুর বিক্রি হয় ৮০০, ৯০০ ১০০০ কিংবা তার থেকেও বেশি দামে।
advertisement
আরও পড়ুন, মাত্র সাড়ে ৬ ঘণ্টায় পুরী! কোন কোন স্টেশনে থামবে হাওড়া-পুরী বন্দে ভারত ট্রেন
আরও পড়ুন: রাজনৈতিক টানাপোড়েনে পড়ে থেকে নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্স, অসুস্থ হলে টোটো-অটোই ভরসা
জানে গিয়েছে, দশ ডেসিমেল জমিতে হাজার টাকা খরচ হয় মাদুর কাছে চাষ করতে। মাদুরকাঠি তুলে তাকে কেটে মাদুর বুনে বাজারে বিক্রি লাভ হয় প্রায় দ্বিগুণ। এ ক্ষেত্রে, বোনার জন্য অতিরিক্ত মজুরের প্রয়োজন হয় না। বাড়ির মহিলারাই মাদুর বোনেন।
রঞ্জন চন্দ