TRENDING:

Paschim Midnapore News: ঝাড়গ্রামে দহিজুড়িতে রাজ্য সড়ক ঘিরে দাদাগিরি দলমার দাঁতালের, যান চলাচলে বিঘ্ন

Last Updated:

পড়িহাটি রেঞ্জের দহিজুড়ী পড়িহাটি পিচ রাস্তার বালিঝুড়ি ক্যানেল সংলগ্ন এলাকায় উঠে আসে একটি হাতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: প্রকাশ্য দিবালোকে পিচ রাস্তায় উঠে দাপিয়ে বেড়াল দলমার দাঁতাল। রীতিমতো রাস্তা আটকে রাস্তায় ঘুরে বেড়াল একটি দাতাল হাতি। রবিবার দুপুরে পড়িহাটি রেঞ্জের দহিজুড়ী পড়িহাটি পিচ রাস্তার বালিঝুড়ি ক্যানেল সংলগ্ন এলাকায় উঠে আসে একটি হাতি। যার ফলে প্রায় ১ ঘন্টা ধরে পথ অবরোধ হয়ে যায় দহিজুড়ী পড়িহাটি রাজ্য সড়ক।
advertisement

হাতি রাস্তায় উঠে আসায় আটকে পড়ে যাত্রীবাহী বাস, লরি সহ অন্যান্য যানবাহন গুলি। পরে জামবনী থানার পুলিশ ঘটনাস্থলে এসে মানুষজনকে সরিয়ে দিলে হাতিটি বড়শোলের জঙ্গলে ঢুকে যায়। জানা গিয়েছে, বড়শোলের জঙ্গলে বর্তমানে ১১ টি হাতি অবস্থান করছে, ফলে এলাকার মানুষজনেরা ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছেন।

অন্যদিকে ঝাড়্গ্রাম লোধাশুলি রাজ্য সড়কের উপরেও হাতির দল উঠে আসায় বেশ কিছু সময় যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে হাতি গুলি জঙ্গলে ঢুকে গেলে যানচলাচল স্বাভাবিক হয়। তবে হাতি রাস্তায় উঠে আসায় অনেকেই যেমন খুব কাছ থেকে হাতিকে দেখতে পেয়ে খুশি, তেমনই আবার অনেককে দেখা গেল হাতির ছবি তুলতে ব্যস্ত। তবে স্থানীয় জঙ্গলে হাতির অবস্থান থাকায়, রাতে ওইসব এলাকায় আবার হাতির দল ঢুকে তান্ডব চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীরা।

advertisement

আরও পড়ুন - Nadia News: ‘‘এক ছোবলেই ছবি’’ হয়ে যাবেন না, বর্ষাকালে সাপ থেকে বাঁচতে সহজ দাওয়াই

View More

অন্যদিকে এ বিষয়ে ঝাড়গ্রামের বনাধিকারিক পার্থ মুখোপাধ্যায় জানিয়েছেন যে হাতির দলকে কোনোভাবে বিরক্ত বা উত্যক্ত যাতে না কেউ করে সে বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে { পাশাপাশি বন দফতরের রাস্তার মধ্যে থাকা ওই হাতিটিকে পার্শ্ববর্তী জঙ্গলে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে বন দফতরের তরফে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Midnapore News: ঝাড়গ্রামে দহিজুড়িতে রাজ্য সড়ক ঘিরে দাদাগিরি দলমার দাঁতালের, যান চলাচলে বিঘ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল