TRENDING:

Paschim Medinipur News: পরতে পরতে ইতিহাস, ভগ্নপ্রায় মন্দিরের ভবিষ্যত কী

Last Updated:

Paschim Medinipur News: ভগ্নপ্রায় অবস্থায় ইতিহাসের এক অনন্য নিদর্শন,  ধীরে ধীরে নষ্ট হচ্ছে ইতিহাসের অন্যতম এক নিদর্শন। ইতিহাস বাঁচানোর আবেদন সকলের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা: যত্ন করে খুঁজলে হয়ত আমাদের চারপাশে পড়ে থাকা নানান পাথরেও ইতিহাস পাওয়া যাবে। বাংলা ওড়িশা সীমান্তবর্তী এলাকা ইতিহাস প্রসিদ্ধ জায়গা।ইমারতের শহরে কানে এর ছিটেফোঁটাও না পৌঁছলে প্রত্যন্ত গ্রামের লুকিয়ে আছে একাধিক ইতিহাসের নিদর্শন।পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলি।বেলদা কলেজ থেকে অনতি দূরে রয়েছে একটি ভগ্নপ্রায় মন্দির। যার পরতে পরতে লেগে আছে ইতিহাসের একাধিক নিদর্শন।
advertisement

পরিচিত যুগী দেউল হিসেবে। চতুর্দশ থেকে ষোড়শ শতকের মধ্যবর্তী সময়ে নির্মিত এক ভগ্নপ্রায় মন্দিরের সংরক্ষনের পথে বেশ কয়েক ধাপ এগোল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষন। সহযোগীতায় ধ্রুপদী হেরিটেজ রিসার্চ ফাউন্ডেশন নামে সংগঠন।

পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউল এলাকায় এই মন্দির। সাধারণ ল্যাটেরাইট পাথরের তৈরি হয়। মন্দিরটি যুগী দেউল নামে পরিচিত। গ্রামের মানুষ মনে করেন, কোন যোগী কোনদিন এই পথে যাওয়ার পথে এখানে তপস্যায় বসে পড়েন। আর তাঁকে কেন্দ্র করে বসত ভজনের আসর।যোগীকে স্মরণ করে মন্দির প্রতিষ্ঠা হয় আনুমানিক চতুর্দশ থেকে ষোড়শ শতকে।

advertisement

View More

আরও দেখুন – Viral Reels: তাপপ্রবাহের মারাত্মক পরিণতি, হু হু করে শুকিয়ে গেল নদীর জল, তার তলা থেকে বেরিয়ে এল, ভিডিও

উত্তর ভারতীয় সংস্কৃতির আদলে তৈরি হলেও ধীরে ধীরে ওড়িশা সংস্কৃতির ধারা লক্ষ্য করা যায়। তারপর থেকে অবহেলায় পড়ে এই মন্দির। পিরামিড আকৃতির এই মন্দির পড়ে পড়ে ধ্বংসপ্রায় রূপ নেয়।মন্দিরের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে।ক্ষতি হয়েছে একাধিক পাথরেও।তারই সংরক্ষনে উদ্যোগী হয় বেলদা ধ্রুপদী ।নিরলস প্রচেষ্টায় সংরক্ষনে তদবীর হয় ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষন। ইতিমধ্যে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন।এবং সংরক্ষনের ব্যাপারে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন কে জানিয়েছেন তারা।

advertisement

সরকারি গতভাবে এবং পুরাতত্ত্ব বিভাগের সহযোগিতায় দ্রুত সংরক্ষণ হবে বলে মত সংশ্লিষ্ট দফতরের। পাশাপাশি এই মন্দিরকে সংরক্ষণ করার পর সাধারণ মানুষের কাছে যাতে ইতিহাস পৌঁছতে পারে তারও ব্যবস্থা করা হবে।প্রসঙ্গত এই মন্দিরকে কেন্দ্র করে বছরে একাধিকবার নানান সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান করা হয়। বছরে কয়েকবার পরিষ্কার হলেও অবহেলায় পড়ে থাকে মন্দিরটি। কখনও আগাছা আবার কখনও বৃষ্টি জলে পড়ে পড়ে নষ্ট হয় মন্দিরের একাংশ। তবে সরকারিভাবে সংরক্ষণ হলে খুশি হবেন সাধারণ মানুষজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: পরতে পরতে ইতিহাস, ভগ্নপ্রায় মন্দিরের ভবিষ্যত কী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল