অন্যদিকে প্রবল বৃষ্টির ফলে সবজিও নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন চাষীরা। যার ফলে নিম্ন চাপের বৃষ্টি নিয়ে কার্যত চিন্তিত হয়ে পড়েছেন চাষিরা। কারন এই সময় শশা, কাকড়োল, পটল, ঝিঙে, উচ্ছা, ঢেঁড়স চাষ বেশির ভাগ চাষীরা করে থাকে।
আরও পড়ুনঃ ভয়ানক! হাসপাতাল থেকে বিষধর সাপ উদ্ধার!
advertisement
ফলে প্রবল বৃষ্টিতে সবজী জমি গুলোতে ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। ফলে সবজী চাষও নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষীরা। বেশকিছু চাষী জমির আল কেটে জমিতে জমা বৃষ্টির জল বের করলেও নতুন করে যদি আবার বৃষ্টি শুরু হয়, সেক্ষেত্রে গত বছরের মত ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে চাষীদের।
আরও পড়ুনঃ রাখী ও জাতীয় পতাকা তৈরীর জন্য ছাত্রছাত্রীদের নিয়ে কর্মশালা
প্রসঙ্গত, গত বছর অকাল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বহু চাষী ক্ষতির সম্মুখীন হয়েছিল। এবারও যদি আবার প্রাকৃতিক দূর্যোগে চাষের ক্ষতি হয়, তাহলে আত্মহত্যা ছাড়া কোন পথ থাকবে না বলেই মনে করেন চাষীরা।
Partha Mukherjee