Paschim Medinipur: ভয়ানক! হাসপাতাল থেকে বিষধর সাপ উদ্ধার!

Last Updated:

হাসপাতাল থেকে বিষধর সাপ উদ্ধারের ঘটনায় শোরগোল ক্ষীরপাই গ্রামীন হাসপাতালে। সাপ উদ্ধার হতেই সাপ দেখতে হাসপাতাল চত্বরে ভিড় রোগী থেকে শুরু করে পরিজনেরা।

+
title=

#পশ্চিম মেদিনীপুর : হাসপাতাল থেকে বিষধর সাপ উদ্ধারের ঘটনায় শোরগোল ক্ষীরপাই গ্রামীন হাসপাতালে। সাপ উদ্ধার হতেই সাপ দেখতে হাসপাতাল চত্বরে ভিড় রোগী থেকে শুরু করে পরিজনেরা। সাপের ছবি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত অনেকেই। মঙ্গলবার এমনই ঘটনা দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গনে। বনদপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া সাপটি গোখরো সাপ, প্রায় ৬ ফুট লম্বা এবং পূর্ন বয়স্ক সাপটির ওজন প্রায় পাঁচ কিলো। ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালের অফিস কোয়ার্টারে সোমবার কর্তব্যরত হাসপাতালের কর্মীরা দেখতে পান দুটি বিষধর গোখরা সাপ, তারপর কিছুক্ষনের মধ্যেই সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল জুড়ে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় বন দফতরের দাসপুর সুলতান নগর বিটে।
খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা সাপ উদ্ধারে আসলেও সাপ না পেয়ে ফিরে যেতে হয়। পুনরায় মঙ্গলবারও ক্ষীরপাই গ্রামীন হাসপাতাল জুড়ে সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবারও খবর দেওয়া হয় বন দফতরে। এদিন পুনরায় বন দফতরের কর্মীরা পৌঁছে গ্রামীন হাসপাতালের অফিস কোয়াটার থেকে উদ্ধার করে একটি বিষধর গোখরো সাপ। বন দফতরের ওয়াইল্ড লাইফ রিকোভারী টিমের সদস্য মলয় ঘোষ জানান, সাপটি পূর্ন বয়স্ক এবং সুস্থ রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ রাখী ও জাতীয় পতাকা তৈরীর জন্য ছাত্রছাত্রীদের নিয়ে কর্মশালা
সাপটিকে উদ্ধার করে অন্যত্র নিরাপদ স্থানে তার উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে। তবে হাসপাতালের অফিস কোয়ার্টারে আরও বেশ কয়েকটি সাপ আছে বলে বনদফতর সূত্রে খবর। তবে বন দফতরের তরফে সকলকে সচেতন করার উদ্দেশ্যে বলা হয়, যাতে সাপকে কেউ না মারে। বিষধর সাপ দেখতে পেলেই বন দফতরে খবর দিতে বলা হয়েছে।
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: ভয়ানক! হাসপাতাল থেকে বিষধর সাপ উদ্ধার!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement