অন্যদিকে, জঙ্গলমহলের আরও এক গুরুত্বপূর্ণ জেলা ঝাড়গ্রামের জেলাশাসক বদল করা হয়েছে। ঝাড়গ্রামের জেলাশাসক ছিলেন জয়সী দাশগুপ্ত। জয়সী দাসগুপ্তর পদোন্নতী হচ্ছে । তিনি রাজ্য প্রাণিসম্পদ দপ্তরের ARD হিসেবে যোগ দেবেন কাজে। তাঁর জায়গায় অর্থাৎ সুনীল আগারওয়াল ঝাড়গ্রামের নতুন জেলাশাসক হয়ে আসছেন বলে জানা গেছে।
আরও পড়ুনঃ বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের
advertisement
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের জেলার জেলাশাসক হয়ে আসার পর জেলা জুড়ে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছেন ডাঃ রেশমি কোমল। রাজ্যের তরফে ইতিমধ্যেই নির্দেশিকা এসে পৌঁছেছে জেলায়। আগামী দুয়েক দিনের মধ্যেই নতুন জেলাশাসক নিজের দায়িত্বভার বুঝে নেবেন বলে প্রশাসনিক সুত্রে খবর।
আরও পড়ুনঃ বন্যার আগে মেরামত হবে কি ঘাটালের সামুইহালের ক্ষতিগ্রস্ত বাঁধ! আতঙ্কে এলাকাবাসী
এদিকে মূখ্যমন্ত্রীর দক্ষিণ বঙ্গ সফরের পর যেভাবে একসঙ্গে এতগুলো জেলার জেলাশাসক এর বদলি করা হচ্ছে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেক আবার মনে করছেন পঞ্চায়েত ভোটের প্রস্তুতি পর্ব হিসেবে এই বদলি।
Partha Mukherjee