ঠিক সেই সময় হাতির হামলায় পরমেশ্বর বাবুর মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।এতেও হাতিটি শান্ত হয়নি।এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় তার পথের মাঝে এসে পড়ে এক যাত্রী বোঝাই বাস। হাতিটি বেশ কিছুক্ষণ চেষ্টা চালায় বাসটিতে তাণ্ডব চালানোর।তবে কিছুক্ষণ পর সে সেখান থেকে ফের জঙ্গলে চলে যায়।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম দশে জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যানিকেতনের ২২ জন
advertisement
এদিকে ঘটনার খবর পেয়ে জামবনি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তবে গ্রামবাসীরা হাতির হামলায় একের পর এক মানুষের মৃত্যু ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি হাতির দলকে দ্রুত এলাকা থেকে সরাতে হবে। স্থানীয়দের উত্তেজনা দীর্ঘক্ষণ চলার পর পুলিশ তাদের শান্ত করে।
আরও পড়ুনঃ রাস্তার জল জমা গর্তে ছিপ ফেলে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ!
এ বিষয়ে বনদপ্তরের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, বনদপ্তরের হাজার চেষ্টা স্বত্ত্বেও কাবু করা সম্ভব হচ্ছে না এই হাতিগুলোকে।সরকারের এবিষয়ে চিরস্থায়ী সমাধানের বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন জঙ্গল মহলের মানুষ।
Partha Mukherjee