TRENDING:

West Medinipur News: ওসির ছাদ বাগানে সেজে নজর কাড়ছে সবং থানা

Last Updated:

সুব্রত বিশ্বাস পশ্চিম মেদিনীপুরের সবং থানার ওসি। জৈব পদ্ধতিতে আস্ত ছাদ বাগান তৈরি করেছেন। সেখানে আছে একাধিক প্রজাতির গোলাপ, ফল, সব্জির সমাহার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: তিনি থানার মাথা। চোর-বদমাইশদের নিয়ে নাড়াঘাটা করাটা পুলিশ হিসেবে তাঁর ডিউটি। সেই কর্তব্যে অবিচল থেকেও নিজের শখ ভোলেননি সুব্রত বিশ্বাস। হাজারো কাজের মাঝে সবং থানার ছাদজুড়ে তৈরি করেছেন শখের ছাদ বাগান।
advertisement

সুব্রত বিশ্বাস পশ্চিম মেদিনীপুরের সবং থানার ওসি। জৈব পদ্ধতিতে আস্ত ছাদ বাগান তৈরি করেছেন। সেখানে আছে একাধিক প্রজাতির গোলাপ, ফল, সব্জির সমাহার। ওসির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবং বিডিও। তিনিও ঘুরে দেখেছেন এই ছাদ বাগান।

আরও পড়ুন: সামান্য বৃষ্টিতেই জলের তলায় গ্রামের রাস্তা, বর্ষার আগেই ডেঙ্গুর আতঙ্ক

advertisement

অতীতে সবং থানা ছিল একতলা ভবন। তাও ভাঙাচোরা। কিন্তু কয়েক বছরে সেই থানার আমূল পরিবর্তন হয়েছে। এখন নীল সাদা রঙের তিনতলা ভবন। সেই ভবনেই গড়ে উঠেছে এই ছাদ বাগান।

View More

কথা বলে জানা গেল এখানে ৩৫ টি প্রজাতির গোলাপ, ক্যাপসিকাম, লাউ, কুমড়ো, উচ্ছে, বেগুন, টমেটো, লঙ্কা, ব্রাহ্মী শাক, পুদিনা পাতা, থানকুনি ফলেছে। এছাড়াও আছে আম, বেদানা, জাম, বিভিন্ন ধরনের লেবু গাছ। এই অবাক করা ছাদ বাগান দেখে মুগ্ধ হষ থানায় আসা সাধারন মানুষও। এখন তৈরি করা হচ্ছে চাইল্ড কেয়ার ইউনিট, বাচ্চাদের দোলনা। সবং-র বিডিও তুহিনশুভ্র মহান্তি বলেন, সচরাচর এই ধরনের উদ্যোগ সাধারন কোনও থানায় দেখা যায় না। সত্যিই দারুন কাজ করেছেন ওসি৷ ওনার এই উদ্যোগ এলাকার মানুষকেও খুশি করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ওসির ছাদ বাগানে সেজে নজর কাড়ছে সবং থানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল