হোম /খবর /মালদহ /
বর্ষার আগেই ছড়াবে ডেঙ্গু? সামান্য বৃষ্টিতে জলের তলায় গ্রামের রাস্তা

Malda News: সামান্য বৃষ্টিতেই জলের তলায় গ্রামের রাস্তা, বর্ষার আগেই ডেঙ্গুর আতঙ্ক

X
title=

মালদহে তেমন ভারী বৃষ্টিপাত হয়নি। দু'দিন বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হয়। আর তাতেই জল জমে গিয়েছে ইংরেজবাজারের লক্ষ্মীপুর গ্রামের রাস্তায়। বৃষ্টির পর তিন দিন কেটে গেলেও জমা জল দূর হয়নি।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মালদহ: বর্ষায় রাস্তায় জল জমাটা গা স‌ওয়া হয়ে গিয়েছে। কিন্তু এবার চৈত্রে অসময়ের বৃষ্টিতেও জলে টইটম্বুর লক্ষ্মীপুরের রাস্তাঘাট। ফলে অনেক আগে থেকেই মশা-মাছির উপদ্রব শুরু হয়েছে। যাতে অতিষ্ঠ এলাকার মানুষ। সেইসঙ্গে ম্যালেরিয়া, ডেঙ্গুর মত অসুখের আশঙ্কাও তৈরি হচ্ছে।

গত কয়েকদিন বাংলার বিভিন্ন জেলাতেই বৃষ্টি হয়েছে। তবে মালদহে তেমন ভারী বৃষ্টিপাত হয়নি। দু'দিন বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হয়। আর তাতেই জল জমে গিয়েছে ইংরেজবাজারের লক্ষ্মীপুর গ্রামের রাস্তায়। বৃষ্টির পর তিন দিন কেটে গেলেও জমা জল দূর হয়নি। বাধ্য হয়ে সেই জমা জলের উপর দিয়েই যাতাযাত করতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের।

আরও পড়ুন: ভোরের অন্ধকারে লুকিয়ে পাচার হচ্ছিল টিয়া পাখি, ছক ভেস্তে দিল বন দফতর

লক্ষ্মীপুরের বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর এইভাবে রাস্তায় জল জমলেও প্রশাসনের পক্ষ থেকে সমস্যা দূর করার জন্য কোনরকম উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। রাস্তা ও নিকাশির দাবিতে বহুবার পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। কিন্তু তাতে ফল হয়নি। স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক অভিযোগ করেন, দীর্ঘ সাত বছর ধরে এই রাস্তায় বছরে পাঁচ মাস জল জমে থাকে। কিন্তু এবার আরও আগে জল জমে গিয়েছে। এতে জল বাহিত নানা রোগ ছড়াতে পারে। ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভুগছেন সকলে। এদিকে জমা জল পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায়। এবার বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তাঁদের আশঙ্কা। তাই বর্ষা শুরুর আগেই গ্রামের রাস্তা ও নিকাশি ব্যবস্থা ঠিক করার দাবি তুলেছেন বাসিন্দারা। আর তা না হলে পঞ্চায়েত নির্বাচনে ভোট দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুরের বাসিন্দারা।

হরষিত সিংহ

Published by:kaustav bhowmick
First published:

Tags: Bad Road, Dengue, Malda News, Rain