Malda News: সামান্য বৃষ্টিতেই জলের তলায় গ্রামের রাস্তা, বর্ষার আগেই ডেঙ্গুর আতঙ্ক

Last Updated:

মালদহে তেমন ভারী বৃষ্টিপাত হয়নি। দু'দিন বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হয়। আর তাতেই জল জমে গিয়েছে ইংরেজবাজারের লক্ষ্মীপুর গ্রামের রাস্তায়। বৃষ্টির পর তিন দিন কেটে গেলেও জমা জল দূর হয়নি।

+
title=

মালদহ: বর্ষায় রাস্তায় জল জমাটা গা স‌ওয়া হয়ে গিয়েছে। কিন্তু এবার চৈত্রে অসময়ের বৃষ্টিতেও জলে টইটম্বুর লক্ষ্মীপুরের রাস্তাঘাট। ফলে অনেক আগে থেকেই মশা-মাছির উপদ্রব শুরু হয়েছে। যাতে অতিষ্ঠ এলাকার মানুষ। সেইসঙ্গে ম্যালেরিয়া, ডেঙ্গুর মত অসুখের আশঙ্কাও তৈরি হচ্ছে।
গত কয়েকদিন বাংলার বিভিন্ন জেলাতেই বৃষ্টি হয়েছে। তবে মালদহে তেমন ভারী বৃষ্টিপাত হয়নি। দু'দিন বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হয়। আর তাতেই জল জমে গিয়েছে ইংরেজবাজারের লক্ষ্মীপুর গ্রামের রাস্তায়। বৃষ্টির পর তিন দিন কেটে গেলেও জমা জল দূর হয়নি। বাধ্য হয়ে সেই জমা জলের উপর দিয়েই যাতাযাত করতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের।
advertisement
advertisement
লক্ষ্মীপুরের বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর এইভাবে রাস্তায় জল জমলেও প্রশাসনের পক্ষ থেকে সমস্যা দূর করার জন্য কোনরকম উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। রাস্তা ও নিকাশির দাবিতে বহুবার পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। কিন্তু তাতে ফল হয়নি। স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক অভিযোগ করেন, দীর্ঘ সাত বছর ধরে এই রাস্তায় বছরে পাঁচ মাস জল জমে থাকে। কিন্তু এবার আরও আগে জল জমে গিয়েছে। এতে জল বাহিত নানা রোগ ছড়াতে পারে। ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভুগছেন সকলে। এদিকে জমা জল পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায়। এবার বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তাঁদের আশঙ্কা। তাই বর্ষা শুরুর আগেই গ্রামের রাস্তা ও নিকাশি ব্যবস্থা ঠিক করার দাবি তুলেছেন বাসিন্দারা। আর তা না হলে পঞ্চায়েত নির্বাচনে ভোট দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুরের বাসিন্দারা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: সামান্য বৃষ্টিতেই জলের তলায় গ্রামের রাস্তা, বর্ষার আগেই ডেঙ্গুর আতঙ্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement