পূর্ব বর্ধমান: ভোরের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে চলছিল টিয়া পাখি পাচার। কিন্তু শেষ রক্ষা হল না। বনবিভাগের হাতে ৩৮ টি টিয়া পাখি সহ ধরা পড়ল পাচারকারী।
পূর্ব বর্ধমানের জেলা বনাধিকারিক নিশা গোস্বামী জানান, তাঁরা গোপন সূত্রে খবর পেয়েছিলেন বেআইনিভাবে বর্ধমান থেকে অন্যত্র পাচার করা হচ্ছে বেশ কিছু টিয়া পাখিকে। সেই মত বনবিভাগের কর্মীরা শহরের বিভিন্ন প্রান্তে নজর রাখতে শুরু করেন। বুধবার ভোড় চারটে নাগাদ বর্ধমান শহরের তিনকোনিয়া বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকা থেকে ৩৮ টি টিয়াপাখি সহ শেখ ইসরাইল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেন বনকর্মীরা। জানা গিয়েছে এই পাখিগুলিকে বর্ধমান থেকে আরামবাগে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত ইসরাইলের বাড়ি বর্ধমান শহরের দুবরাজ এলাকায়।
আরও পড়ুন: রাস্তার ধারে স্টল বসাচ্ছে পুরসভা, এবার সারা বছর আসানসোলে পাওয়া যাবে হস্তশিল্পের সম্ভার
এদিকে ধৃত ইসরাইলের দাবি, সে টিয়াপাখি পাচারের সঙ্গে যুক্ত নয়। তাঁর কাছে শুধু বদ্রি ও টিয়া পাখির খাবার ছিল। উল্টে ওই ব্যক্তির অভিযোগ, লালবাবু নামে এক ব্যক্তি এই টিয়াগুলি নিয়ে যাচ্ছিলেন। কিন্তু লালবাবুর বদলে তাঁকে আটক করে বনকর্মীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birds, East Bardhaman news, Forest Department, Parrot