West Bardhaman News: রাস্তার ধারে স্টল বসাচ্ছে পুরসভা, এবার সারা বছর আসানসোলে পাওয়া যাবে হস্তশিল্পের সম্ভার

Last Updated:

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নানারকম হস্তশিল্প সামগ্রী তৈরি করে লাভের মুখ দেখছেন। কিন্তু এই জিনিসগুলি সাধারণত কোনও মেলা বা প্রদর্শনীতেই পাওয়া যায়

+
title=

পশ্চিম বর্ধমান: শুধু মেলা বা প্রদর্শনী নয়, এবার আসানসোলে সারা বছরজুড়েই পাওয়া যাবে হস্তশিল্পের সম্ভার। হস্তশিল্পীদের জন্য পুরসভা বাস স্ট্যান্ড, রাস্তার মোড়ে ছোট ছোট অস্থায়ী দোকান তৈরি করে দেবে। সেখানেই সারা বছর বিক্রি হবে এই সমস্ত শিল্প সামগ্রী।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নানারকম হস্তশিল্প সামগ্রী তৈরি করে লাভের মুখ দেখছেন। কিন্তু এই জিনিসগুলি সাধারণত কোনও মেলা বা প্রদর্শনীতেই পাওয়া যায়। সারা বছর হস্তশিল্পের এই সমস্ত জিনিস হাতের কাছে পাওয়ার সুযোগ থাকে না মানুষের। এতে হস্তশিল্পীদেরও ক্ষতি হয়। সারা বছর বিক্রির সুযোগ না পেয়ে তাঁদের আয় কমে যায়। সেই সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নিল আসানসোল পুরনিগম। হস্ত শিল্পের জিনিস বিক্রি করার জন্য অস্থায়ী স্টলের ব্যবস্থা করা হচ্ছে পুরনিগমের পক্ষ থেকে। এই অস্থায়ী স্টলগুলির নাম দেওয়া হয়েছে স্বয়ংসিদ্ধা।
advertisement
advertisement
আসানসোল পুরনিগমের উদ্যোগে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দেওয়া হচ্ছে অস্থায়ী স্টল। বিভিন্ন জনবহুল এলাকা, অর্থাৎ বাস স্ট্যান্ড, স্টেশন সংলগ্ন এলাকায় স্টলগুলো বসানো হবে। সেখানে বিভিন্ন সূক্ষ্ম হাতের কাজ থেকে শুরু করে নানা ধরনের খাবার জিনিসও পাওয়া যাবে। ফলে মানুষ যেমন হাতের কাছে হস্তশিল্পের নানা জিনিস পেয়ে যাবেন, তেমনই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও পাবেন বাড়তি লাভের সুযোগ।
advertisement
উল্লেখ্য, কিছুদিন আগেই আসানসোল শহরের বিভিন্ন দোতলা বাস স্ট্যান্ডের উপরের তলাগুলি ছেড়ে দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য। সেখানে তাঁরা নিজেদের বিভিন্ন জিনিসপত্র বিক্রি সুযোগ পাচ্ছেন। কিন্তু তাদের উৎপাদিত পণ্য আরও বেশি করে বিক্রির সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে পুরনিগমের তরফে।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: রাস্তার ধারে স্টল বসাচ্ছে পুরসভা, এবার সারা বছর আসানসোলে পাওয়া যাবে হস্তশিল্পের সম্ভার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement