Hooghly News: বর্জ্য থেকে জৈব সার তৈরির জন্য খানাকুলে নির্মল উদ্যান
- Published by:Ananya Chakraborty
Last Updated:
আরামবাগ মহকুমার মধ্যে এটাই প্রথম বর্জ্য নিষ্কাশন উদ্যান। ব্লক প্রশাসন এবং পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি তৈরি হয়েছে।
হুগলি: কঠিন বর্জ্য নিষ্কাশনের জন্য খানাকুলে তৈরি হল নির্মল উদ্যান। রামমোহন-২ পঞ্চায়েতের উদ্যোগে এই প্রকল্পটি করা হয়েছে। এখানে কঠিন বর্জ্য নিরাপদে নিষ্কাশন করে জৈব সার তৈরি হবে।
হুগলির রামমোহন-২ পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়েছে, প্লাস্টিক সহ সাধারণ মানুষ বাড়িতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। সেগুলি সংগ্রহ করে নিয়ে এসে এই নির্মল উদ্যানে নিষ্কাশন করে জৈব সার উৎপন্ন করা হবে। এরফলে স্থানীয় চাষিরা কৃষিকাজে সহজেই জৈব সার ব্যবহার করতে পারবেন। পঞ্চায়েত প্রধান জানান, আরামবাগ মহকুমার মধ্যে এটাই প্রথম বর্জ্য নিষ্কাশন উদ্যান। ব্লক প্রশাসন এবং পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি তৈরি হয়েছে। তিনি বলেন, এখনও পর্যন্ত প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হয়েছে। তবে এই প্রকল্প বাস্তবায়িত করতে প্রয়োজনীয় আরও বেশকিছু যন্ত্রাংশ লাগাতে হবে। তার জন্য খরচ আরও বাড়বে বলেও তিনি জানান।
advertisement
advertisement
এই প্রকল্প প্রসঙ্গে স্থানীয় চাষিরা বলেন, পঞ্চায়েতের উদ্যোগে যে জৈব সার তৈরির প্রকল্প গড়ে উঠেছে তাতে এলাকার কৃষিকাজে সুবিধা হবে। কারণ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করার ফলে জমির ক্ষতি হচ্ছে। কিন্তু জৈব সার ব্যবহার করে চাষ করলে সেই বিপদ কেটে যাবে।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 2:03 PM IST