বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক অমিত করন জানান, মনে করা হচ্ছে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীদের তাণ্ডবলীলা চলেছে সারা বিদ্যালয় জুড়ে। তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রাতে এই বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করেছিল কয়েকজন বহিরাগত।
আরও পড়ুন: রুপোর দামে ফের পতন, আর সোনার দাম? জানলে চমকে যাবেন, দেখে নিন আজকের বাজার দর!
advertisement
আরও পড়ুন: ট্যুইটারের সিইও পদ থেকে ইস্তফা? সোশ্যাল মিডিয়ায় এলন মাস্কের বিবৃতি ঘিরে জল্পনা!
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই কাজ তাদেরই হতে পারে। বিদ্যালয়ের তরফে দাসপুর থানায় অভিযোগ জানানো হলে দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় বিদ্যালয়ে গিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখেন। কথা বলেন আশেপাশের বাসিন্দাদের সঙ্গে। তবে সমস্ত কিছু খতিয়ে দেখে দ্রুত ওই দুষ্কৃতকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে দাসপুর থানার পুলিশ।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে বিদ্যালয় বন্ধ হওয়ার পর রাতের অন্ধকারে এই বিদ্যালয়ের ভেতরে বহিরাগত মানুষদের আনাগোনা হয় বলে অনুমান। প্রায়শই বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন আসবাবপত্র ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিদ্যালয় প্রাঙ্গনের লাগানো গাছপালাও তছনছ করে ফেলার দৃশ্য দেখা গেছে। ফলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অনুমান, এগুলি রাতের অন্ধকারে সমাজবিরোধীদের কাজ হতে পারে।
Partha Mukherjee