পরিবারের লোকজন জানতে পারেন শিশু পাচারকারীদের হাতে পড়েই ভিনরাজ্যে পাচার হয়ে গেছে তাদের শিবানী। সন্তান হারানোর দুঃখ নিয়ে ৫২ টা বছর কেটে গেছে পরিবারের। এর মধ্যে প্রয়াত হয়েছেন শিবানীর বাবা , মা। কিন্তু হঠাৎ ৫২ বছর পর একদিন দিনের বেলায় ষাটোর্ধ এক মহিলা ঘুরে বেড়ায় দক্ষিনবালা গ্রামে। গ্রামবাসীরা জিজ্ঞেস করতেই একে একে নিজের বাবা, মা, পরিবার পরিজনদের নাম বলতে শুরু করেন মহিলা। গ্রামের নামও একবারেই সঠিক বলেন শিবানী দাস পান্ডে। এরপরেই পরিবার পরিজনদের কাছে তিনি তাঁর ৫২ বছরের জীবন কাহিনীর কথা জানান।
advertisement
পরিবারের সদস্যরা জানতে পারে, দীর্ঘদিন ধরেই নিখোঁজ অবস্থায় বেনারসে ছিলেন শিবানী দাস পান্ডে। সেখানে তাঁর বিয়েও হয় এবং চার সন্তানের মাও হন তিনি। দীর্ঘ্যদিন যাবৎ বাড়ির ঠিকানা ঠিকমতো মনে না করতে পারায় ফেরা হয়নি বাড়ি। অবশেষে দীর্ঘ ৫২ বছর পর পরিবারের কয়েকজনের নাম এবং গ্রামের নাম মনে পড়ায় শিবানী দেবী তাঁর বড় ছেলের সাহায্য নিয়ে শেষমেষ নিজের গ্রামের বাড়ি ফিরতে সক্ষম হন। তবে বাড়ি ফিরতেই পরিবারে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ কয়েক যুগ পর নিজের পরিজনকে পরিবারে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা বাড়ির সদস্যরা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে ভাগ করে নেন আপনকে ফিরে পাওয়ার আনন্দ।
Partha Mukherjee