এরপর তাদের বেশ সুখে শান্তিতেই সাংসারিক জীবন যাপন চলছিল, গত ছয় মাস আগে ওই গৃহবধূ তার বাপের বাড়িতে কোনও এক নিকট পরিজন গত হয়ে যাওয়ার খবর পেয়ে বাপের বাড়িতে আসেন। তারপর থেকে সেই গৃহবধূ আর ফিরে যায়নি স্বামীর বাড়িতে। এদিকে স্বামী তাঁর বউকে বাড়ি ফিরে আসার জন্য নানা অনুনয় বিনয় করলেও তার প্রস্তাবে নারাজ হয়ে কোন মতেই ফিরে আসতে রাজি হয়নি বধূ।
advertisement
আরও পড়ুন: নাতনিকে ধর্ষণ দাদুর! গর্ভবতী নাবালিকা! ভয়াবহ কাণ্ড ঘটাল ধর্ষিতার বাবা মা! জানুন
অবশেষে কোন উপায় না পেয়ে শেষ পর্যন্ত নিজের স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে নাছোড়বান্দা স্বামী রবিবার প্রায় সকাল নটা নাগাদ পিংলার জামনায় শ্বশুরবাড়ির সামনে এসে হাতে প্লাকাড নিয়েধর্নায় বসেন। এই ঘটনা চাউর হতেই আশেপাশের উৎসুক মানুষেরা এসে এলাকায় ভিড় জমিয়েছেন। ঘটনার খবর থানাতে পৌঁছালে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিলে আন্দোলনকারী স্বামী ধর্না তুলে নেয়।
Partha Mukherjee