জাল নিয়ে খালের জলে নামে ছোট থেকে বড়রা। কেউ একটা কেউ দুটো কেউ আবার বেশ কিছু পরিমাণ মাছ নিয়ে বাড়ি যায়।গ্রামবাসীদের অভিযোগ খালে বিষ জাতীয় কিছু মিশিয়ে দেওয়ার কারণে নদীতে থাকা ছোট থেকে বড় মাছগুলি মারা যায়। সকালে সাধারণ মানুষ নদীর পাড়ে এলে নদীর জলে মৃত অবস্থায় মাছগুলিকে ভাসতে দেখে।
advertisement
আরও পড়ুন:
তারপর থেকেই মাছ ধরার জন্য সাধারণ মানুষ ভিড় করেন নদীর জলে। এমন ঘটনা ঘটেছে চন্দ্রকোণার ধুলিয়াডাঙ্গা গ্রামে। স্থানীয়দের অভিযোগ রাতের অন্ধকারে কেউ বা কারা বিষ মিশিয়েছে খালের জলে যার ফলে জলের উপরে ভেসে উঠছে জলের মধ্যে থাকা মাছ। সেই মাছ ধরতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন এলাকার মানুষ। প্রসঙ্গত এই খালের জলের স্নান করেন এলাকার বেশ কিছু মানুষ ফলে বিষ জাতীয় কিছু মেশানোই জলের ব্যবহার করতে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে বিষ জাতীয় কোন জিনিস খালের জলে মেশানো গর্হিত অপরাধ বলেই মনে করছেন সকলে।
Ranjan Chanda