প্রতিনিধিদলের পক্ষ থেকে ড. রাজেন্দ্র নাথ দত্ত জানিয়েছেন, \"বিদ্যালয়ের শিক্ষামূলক বিকাশ বা অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, তা নিয়েই এদিন প্রাথমিক আলোচনা হয়েছে। ধাপে ধাপে আমরা এগিয়ে যাব।\" অন্যদিকে, শালবনী ব্লকের লোধা শবর অধ্যুষিত গোয়ালডিহি গ্রামের সঙ্গে আবার এই সম্প্রদায়ের প্রথম মহিলা স্নাতক চুনী কোটালের স্মৃতি জড়িয়ে। এই গ্রামেই জন্ম ও বেড়ে ওঠা শবরকন্যা চুনী কোটালের। জেলা ও ব্লক প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যে গ্রামটিকে মডেল গ্রামে উন্নীত করা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ অবাক কাণ্ড! এই দোকানে চা এর ভাঁড় কেও খেয়ে ফেলতে পারবেন!
এবার, লোধা শবর ছেলেমেয়েদের শিক্ষার দায়িত্বও গ্রহণ করবে মেদিনীপুর কলেজ। সেই উদ্দেশ্যেই এদিন শালবনী ব্লকের জয়েন্ট বিডিও দেবব্রত কোনারের উপস্থিতিতে কলেজের এই প্রতিনিধিদল একটি বৈঠক করে গ্রামের লোধা কমিউনিটি হলে। সেখানেই আলোচনা হয়, এই গ্রামে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত মানোন্নয়ন ঘটানোর বিষয়টি নিয়ে। তাছাড়াও, গ্রামের সার্বিক শিক্ষার বিকাশ নিয়েও একাধিক পরিকল্পনা করা হয়েছে বলে প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ মানুষকে অপরাধমূলক কাজ থেকে সরিয়ে কর্মসংস্থানের দিশা ঝাড়গ্রাম পুলিশের
প্রতিনিধি দলে ড. রাজেন্দ্র নাথ দত্ত ছাড়াও ছিলেন, ড. মণিমোহন মন্ডল, ড. সত্যরঞ্জন ঘোষ, ড. দুলাল কুমার দে, ড. প্রসূন কুমার কুইল্যা এবং ড. মুনমুন মাইতি। কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা জানিয়েছেন, \"ঐতিহাসিক মেদিনীপুর কলেজের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা সামাজিক ক্ষেত্রেও কিছু অবদান রাখতে চেয়েছি। তাই, ওই গ্রাম ও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ঘটাতে আমরা উদ্যোগ নিয়েছি। এদিন, আমাদের প্রতিনিধিরা পরিদর্শন করেছেন। কীভাবে এগোনো হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।\"
Partha Mukherjee