স্থানীয় গ্রামবাসীরা জানায় যখন সুধানাথ মাহাত পুকুরের জলে নেমে স্নান করছিল, সেই সময় হঠাৎই পুকুর লাগোয়া জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি হাতি। হাতিটি পুকুরের কাছাকাছি আসতেই ঐ ব্যক্তিকে দেখতে পেয়ে হঠাৎই পুকুরে নেমে যায়। ঐ মুহুর্তে সুধানাথ মাহাত চিৎকার করে এবং পুকুরের মধ্যে থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে।
advertisement
কিন্তু ততক্ষনে হাতিটি পুকুরের জলে নেমে গিয়ে সুধানাথ মাহাতর উপর হামলা চালায়, পুকুরের জলের মধ্যেই শুঁড়ে পেঁচিয়ে তুলে জলেই আছাড় মারে বলে জানা যায় স্থানীয় মানুষদের কাছ থেকে, ফলে পুকুরের জলের মধ্যেই মৃত্যু হয় সুধানাথ নামে ঐ ব্যক্তির।
আরও পড়ুন: মোকার মাঝেই কালবৈশাখীর বিরাট খবর! গরমে পুড়বে নাকি মিলবে স্বস্তি! জানুন
বুধবার সকালে স্থানীয় গ্রামবাসীরা পুকুরের জলে মৃতদেহ ভাঁসতে দেখে এবং তার পরিবার পরিজন, পুলিশ ও বন দফতরে খবর দেয়। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
অন্যদিকে, এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে এবং গ্রামে। যদিও বন দফতরের তরফে জানা গেছে, সমস্ত বিষয় খতিয়ে দেখে সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরনের ব্যবস্থা করা হবে।
Sovon Das