TRENDING:

West Midnapore News:  মণ্ডপ জুড়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে সংগ্রামীদের অবদান 

Last Updated:

এই থিমের মধ্যে দেবী দুর্গাকে যেমন বিপ্লবীদের দেবী হিসেবে দেখানো হয়েছে, তেমনই দেবীর অত্যাচারীদের মহিষাসুর হিসেবে তুলে ধরেছে এই কমিটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: প্রতিবছরের নতুন নতুন থিমের উপহার দিয়ে আসে মেদিনীপুরের এক এবং অন্যতম দূর্গা পুজো কর্মচারী ভবনের সংযুক্ত পল্লী দুর্গোৎসব কমিটি। গতবারেও কোভিডের সময় ও তার হয়নি ব্যাতিক্রম। গতবছর শিশু কৈশোর স্কুল বন্ধ হওয়ার ফলে যে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিল তা ফুটিয়ে তুলেছিল এই মণ্ডপ। এই কমিটির এবারের থিম স্বাধীনতা সংগ্রামীদের উপর।
advertisement

৭১ বছরে পদার্পণ করা এ পুজো কমিটি প্রায় ১৫ লক্ষ টাকা বাজেটের এই স্বাধীনতা সংগ্রামীদের উপর থিম উপহার দিতে চলেছেন জঙ্গলমহলবাসীকে। মূলত মেদিনীপুর বিপ্লবী শহর এবং এই বিপ্লবীদের পীঠস্থান।যেখানে ভগৎ সিং, প্রফুল্ল চন্দ্র,বিমল দাশগুপ্ত,মৃগেন দত্ত, অনাথ বন্ধু পাঁজা প্রদ্যুৎ ঘোষ সহ একাধিক বিপ্লবী তাদের জীবন দিয়েছেন এই স্বাধীনতার সংগ্রামে।নিষ্ঠুর ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য যেমন তারা জেল খেটেছেন তেমনই তাদের নিজের জীবন দিতেও পিছপা হননি। আবার ইংরেজ জেলা শাসক বার্জ,ডগলাস প্রকাশ্যে চ্যালেঞ্জ নিয়ে গুলি করে হত্যা করেছেন এই মেদিনীপুরের বিপ্লবী অনাথ বন্ধু পাঁজারা।যারা তিন বছরে তিনজন জেলাশাসককে হত্যা করেছেন প্রকাশ্যে। নিষ্ঠুর ইংরেজদের মনে ভয় ধরিয়ে দেওয়া এই বিপ্লবীদের এবার স্মরণ করতে চলেছে এই দুর্গাপুজো কমিটি। তাই এবারে স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান হিসেবেই এই পুজোর থিম।

advertisement

আরও পড়ুন South24Parganas News: কোন রুটে গেলে পুজো দেখা সহজ হবে? ‌সামনে এল গাইড ম্যাপ

এই থিমের মধ্যে দেবী দুর্গাকে যেমন বিপ্লবীদের দেবী হিসেবে দেখানো হয়েছে তেমনই দেবীর নীচে ইংরেজদেরকে মহিষাসুর হিসেবে তুলে ধরেছেন এই কমিটির কার্যকর্তারা।এরই পাশাপাশি এই মণ্ডপে থাকছে বিভিন্ন বিপ্লবীদের স্মরণে তাদের দেশের প্রতি আত্মউৎসর্গের কাহিনী।এছাড়াও এই পুজো কমিটি এই পুজোর দিনগুলিতে একাধারে যেমন সমাজ থেকে বিমুখ হওয়া বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমের বাচ্চা এবং বয়স্কদের একদিন বেড়ানোর এবং খাওয়ার ব্যবস্থা করেছে তেমনই দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণের মাধ্যমে তারা সচেতনতার বার্তা দিতে চেয়েছেন। মণ্ডপ খুলে দেওয়া হয়েছে দর্শকের জন্য। আর দর্শকরা ও অপেক্ষায় রয়েছেন মণ্ডপ দর্শন করার জন্য। এই পুজো উদ্বোধন করেন কারগিল যুদ্ধে লড়াই করে জয়ী হওয়া এক কারগিল যোদ্ধার দ্বারা।

advertisement

View More

আরও পড়ুন Murshidabad Durgapuja 2022: ৭৫ফুটের দুর্গা ঠাকুর! দেখতে লাইন পড়ছে প্রচুর

পুজো উদ্যোক্তা তাপস সিনহা বলেন বরাবরই সংযুক্ত পল্লী সমাজ সচেতন এবং সমাজকে বার্তা দেওয়ার জন্য প্রতিবছরই নতুন নতুন থিমের উপহার দেয়।যেহেতু বিপ্লবী শহর মেদিনীপুর এবং তাই বিপ্লবীদের স্মরণে স্বাধীনতার ৭১ বছরের এর থিম উপহার দিয়েছে এবার জঙ্গলমহলবাসীকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামে ছুটতে হবে না! এবার শহরে বসেই মিলবে গ্রামবাংলার আমেজ, কীভাবে জানুন
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News:  মণ্ডপ জুড়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে সংগ্রামীদের অবদান 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল