এই পুজোয় মাকে অন্ন ভোগে দেয়া হয় খিচুড়ি, সবজি, পায়েস। এই কালি মন্দিরে বলির প্রথাও রয়েছে। প্রতি অমাবস্যায় এখানে এই কালি মন্দিরে পাঠা বলি দেওয়া হয়। দূরদূরান্ত থেকে দর্শনার্থী, ভক্তবৃন্দরা ছুটে আসেন মায়ের আরাধনায় সামিল হতে। গত দু'বছর করোনা মহামারীর কারণে ঘটা করে পুজোর আয়োজন হয়ে ওঠেনি, তাই এবছর পূজো উদ্যোক্তারা বেশ জাগজমক ভাবেই পুজো করতে চলেছেন।
advertisement
আরও পড়ুনঃ স্পঞ্জ আয়রন কারখানার মাল বোঝাই গাড়ির দৌরাত্ম্য রাস্তায়, সমস্যায় সাধারণ মানুষ
পুজোর কয়েকটা দিন এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। শেষে থাকে এই পূজর বিশেষ আকর্ষণ জল বাজীর অনুষ্ঠান। এছাড়াও বিভিন্ন ধরনের আলোকসজ্জায় মন্দিরকে সাজানো হয়। এই পুজোকে কেন্দ্র করে শুধু এই এলাকা নয়, আশেপাশের গ্রামের কয়েক হাজার মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মেতে উঠেন এই কালি পূজায়। পূজার বিসর্জনের আয়োজন করাও হয় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে।
Partha Mukherjee