TRENDING:

West Medinipur News: বাড়িতে কাগজের থালা তৈরি করে ঘুচেছে অভাব, লতার দিশায় উদ্বুদ্ধ বাকিরাও

Last Updated:

সরকারের থেকে ঋণ নিয়ে নিজের বাড়িতেই কাগজের থালা তৈরি করা শুরু করেন। আর তাতেই মিলেছে সাফল্য। ধীরে ধীরে সচ্ছলতা ফিরেছে সংসারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: অনুষ্ঠান বাড়িতে খাবারের প্লেট হিসেবে থার্মোকলের পাতা একসময় খুবই জনপ্রিয় হয়েছিল। কিন্তু পরিবেশ রক্ষার প্রশ্নে সরকার থার্মোকলের যে কোনও জিনিস প্রস্তুত করা নিষিদ্ধ ঘোষণা করে। তাছাড়া বহু মানুষ এখন সচেতন হয়েছেন। তাঁরা নিজে থেকেই পরিবেশ রক্ষার স্বার্থে আর থার্মোকলের প্লেট ব্যবহার করেন না। স্বাভাবিকভাবেই বিকল্প হিসেবে চাহিদা বাড়ছে কাগজ দিয়ে তৈরি থালার। সেই কাগজের থালা বানিয়েই স্বনির্ভর হয়ে উঠেছেন পিংলার লতা হাঁসদা।
advertisement

আরও পড়ুন: অটো-লরির রেষারেষিতে এ কী ঘটল মহিলার সঙ্গে! জানলে শিউরে উঠবেন

পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামীণ এলাকার লতা হাঁসদার পরিবারে আর্থিক অনটন ছিল রোজের ছবি। সেই পরিস্থিতি বদলাতেই তিনি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হন। এরপর সরকারের থেকে ঋণ নিয়ে নিজের বাড়িতেই কাগজের থালা তৈরি করা শুরু করেন। আর তাতেই মিলেছে সাফল্য। ধীরে ধীরে সচ্ছলতা ফিরেছে সংসারে।

advertisement

View More

কীভাবে ঘুরে দাঁড়ালেন তা জানাতে গিয়ে লতা বলেন, স্বনির্ভর গোষ্ঠী থেকে ১ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা দিয়ে পাতা তৈরির মেশিন কিনে বাড়িতেই থালা তৈরি শুরু করেন। আর তাতেই আসে সাফল্য। লতা হাঁসদার এই সাফল্য পিংলার প্রত্যন্ত এলাকার বহু মহিলাকেও স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছে। শুধু কাগজের থালা তৈরি নয়, অনেকেই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসেবে বাড়িতে হাতের কাজের নানান জিনিস তৈরি করেও সংসারের হাল ফেরাচ্ছেন। তাঁদের প্রত্যেকের সঙ্গেই কথা বলে একটাই জিনিস জানা যাচ্ছে, অদম্য ইচ্ছে এবং করে দেখানোর মনোভাবই এই সাফল্যের চাবিকাঠি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বাড়িতে কাগজের থালা তৈরি করে ঘুচেছে অভাব, লতার দিশায় উদ্বুদ্ধ বাকিরাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল