আরও পড়ুন: অটো-লরির রেষারেষিতে এ কী ঘটল মহিলার সঙ্গে! জানলে শিউরে উঠবেন
পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামীণ এলাকার লতা হাঁসদার পরিবারে আর্থিক অনটন ছিল রোজের ছবি। সেই পরিস্থিতি বদলাতেই তিনি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হন। এরপর সরকারের থেকে ঋণ নিয়ে নিজের বাড়িতেই কাগজের থালা তৈরি করা শুরু করেন। আর তাতেই মিলেছে সাফল্য। ধীরে ধীরে সচ্ছলতা ফিরেছে সংসারে।
advertisement
কীভাবে ঘুরে দাঁড়ালেন তা জানাতে গিয়ে লতা বলেন, স্বনির্ভর গোষ্ঠী থেকে ১ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা দিয়ে পাতা তৈরির মেশিন কিনে বাড়িতেই থালা তৈরি শুরু করেন। আর তাতেই আসে সাফল্য। লতা হাঁসদার এই সাফল্য পিংলার প্রত্যন্ত এলাকার বহু মহিলাকেও স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছে। শুধু কাগজের থালা তৈরি নয়, অনেকেই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসেবে বাড়িতে হাতের কাজের নানান জিনিস তৈরি করেও সংসারের হাল ফেরাচ্ছেন। তাঁদের প্রত্যেকের সঙ্গেই কথা বলে একটাই জিনিস জানা যাচ্ছে, অদম্য ইচ্ছে এবং করে দেখানোর মনোভাবই এই সাফল্যের চাবিকাঠি।
রঞ্জন চন্দ