প্রসঙ্গত, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কুড়মি সমাজের বহু মানুষ শহীদ হয়েছেন। তা সত্ত্বেও ব্রিটিশ আমলে আদিবাসী কুড়মি জাতি ১৯৩১ সাল পর্যন্ত ST তালিকা ভুক্ত ছিল। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫০ সালে আদিবাসী কুড়মি জাতিকে ST তালিকা থেকে বাদ দেওয়া হয়। তারপর থেকে প্রায় ৭০ বছরের বেশি সময় ধরে কুড়মি জনজাতি মানুষেরা ST তালিকাভুক্ত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
advertisement
আরও পড়ুনঃ ছিনতাই কাণ্ডে কোচবিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত, উদ্ধার আগ্নেয়াস্ত্র
কিন্তু এখনও কুড়মি জনজাতিকে ST তালিকাভুক্ত করার কোনও উদ্যোগ গ্রহণ করেনি কোনও সরকার। তাই মঙ্গলবার খেমাশুলিতে দাবি না আদায় হওয়া পর্যন্ত লাগাতার রেল ও জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছেন ছোটনাগপুর কুড়মি, কুড়মি, মাহাত সমাজের পক্ষ থেকে সর্বস্তরের মানুষ।অন্যদিকে রেলপথ অবরোধে চরম সমস্যায় সাধারন মানুষ। ইতিমধ্যে একাধিক লোকাল, এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বহু দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাড়িয়ে।
আরও পড়ুনঃ অভিনব উদ্যোগ! মেদিনীপুরে চুলদান কর্মসূচীতে ৮১ জনের চুলদান
এদিন সকাল থেকেই ধামসা মাদল নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে পড়েছে মানুষজন। পাশেই ৬নং জাতীয় সড়ক ও অবরোধ করে রেখেছে তারা। অবরোধেরর ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারন মানুষ। রেলের চাকরির পরীক্ষায় যেতে পারছেন না অনেকেই। সকাল থেকেই রাস্তা ঘাট শুনশান। কখন এই সমস্যা থেকে মুক্তি পাবেন সাধারন মানুষ, সেটাই এখন বড় প্রশ্ন।
Partha Mukherjee