Paschim Medinipur News: অভিনব উদ্যোগ! মেদিনীপুরে চুলদান কর্মসূচীতে ৮১ জনের চুলদান

Last Updated:

মেদিনীপুর কুইজ কেন্দ্রের সভাপতি রিঙ্কু চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির ও চুলদান শিবির অনুষ্ঠিত হল মেদিনীপুর কলেজের শিরোমনি হলে।

+
title=

#পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর কুইজ কেন্দ্রের সভাপতি রিঙ্কু চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির ও চুলদান শিবির অনুষ্ঠিত হল মেদিনীপুর কলেজের শিরোমনি হলে। রবিবারের এই রক্তদান শিবিরে মোট রক্ত দেন ১৩৩ জন এবং ৮১ জন মহিলা তাদের শখের চুলদান করেন। রক্তদান শিবিরের সূচনা হয় বাবার জন্মদিনে মেয়ে রিতিকা চক্রবর্তীর রক্তদানের মধ্য দিয়ে। শিবিরের সুচনা করেন মেদিনীপুর কলেজের অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, উপস্থিত ছিলেন বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক ড.বিশ্বজিৎ সেন, বিশিষ্ট উদ্যোপতি আনন্দ গোপাল মাইতি ও বিশিষ্ট সমাজসেবী চন্দন বোস প্রমুখ।
এই মহতী অনুষ্ঠানে সব থেকে ছোট বয়সের অদৃজা ভুঁই তৃতীয় শ্রেণীর ছাত্রী গোদাপিয়াসাল থেকে এসে চুল দান করে যান। অন্যদিকে সব থেকে বয়স্ক মহিলা চুল দান করেন কল্যাণী সেন, বয়স ৭৩ বছর। সকলের উদ্যোগে এদিনের কর্মসূচী সফলতা পেল এমনটি বলেন কুইজ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক শিক্ষারত্ন ড. মৌসম মজুমদার। এই মহতী কর্মকান্ডে শুভেচ্ছা জ্ঞাপন করেন একটি বাংলা ব্যাণ্ড এর গায়ক তথা কুইজ কেন্দ্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিদ্ধার্থ রায় ওরফে সিধু।
advertisement
আরও পড়ুনঃ লাদাখ ৪২ কিমি ম্যারাথনে প্রথম স্থান অধিকার মেদিনীপুরের শ্যামাপদর
কুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা বলেন, এর আগে আমরা চুলদান কর্মসূচী তমলুকে করেছি। তবে নিয়মিত রক্তদান শিবির করে থাকি দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে। কিন্তু এরকম এতো বড় আকারে চুলদান কর্মসূচী মেদিনীপুর শহরে হল এই প্রথমবার। সকল সদস্যদের আন্তরিকতাতে এই কর্মসূচী সম্পন্ন করা সম্ভব হয়েছে। একই সঙ্গে আগামী দিনে ক্যান্সার রোগীদের জন্য নিজেদের শখের চুল উৎসর্গ করতে আরও বেশী মহিলারা এগিয়ে আসবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।
advertisement
advertisement
Partha Mukherjee
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: অভিনব উদ্যোগ! মেদিনীপুরে চুলদান কর্মসূচীতে ৮১ জনের চুলদান
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement