ব্যাক্তিগত জীবনে তার চার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। \"একদিন পাখি উড়ে যাবে যে আকাশে\" বা \"কি আশায় বাঁধি খেলা ঘর\" অথবা \"ওগো নিরুপমা, করিও ক্ষমা\" এমন বহুগান এখনও কিশোর ভক্তদের ঘরে ঘরে স্বগৌরবে বেজে চলছে। এই মহান শিল্পী ৮ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে (FilmFair Award) ভূষিত হন।
আরও পড়ুনঃ স্বাদ পাল্টাতে থাইল্যান্ড ও বার্মার প্রিয় খাবার! দেখবেন নাকি চেখে!
advertisement
এছাড়া বাংলায় তিনি চারবার বেষ্ট প্লে-ব্যাক সিঙ্গারের সম্মান পান। তিনি লতা মঙ্গেশকর পুরস্কারও পেয়েছিলেন। তিনি মূলত ও ভোকাল ও পিয়ানোতে দক্ষ এবং নাম করে ছিলেন। ১৩ই অক্টোবর ১৯৮৭ সালে মৃত্যু হয় এই কিংবদন্তি শিল্পীর।
আরও পড়ুনঃ সেতুর বদলে কালভার্ট! জল যন্ত্রণায় দুই ব্লকের মানুষ
বৃহস্পতিবার তার জন্মদিনে মেদিনীপুর শহরের বটতলার চকে তার অনুগামীরা বিশালাকার ব্যানার এবং ছবি টাঙিয়ে মাল্যদান করে শ্রদ্ধা জানান। সারাদিন ধরে কিশোর কুমারের গান বাজিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় আভাস কুমার গাঙ্গুলিকে।
Partha Mukherjee