আরও পড়ুন: আহমেদাবাদ যেন ছোটখাটো রণভূমি, সাঁজোয়া গাড়ি থেকে ৯০০০ নিরাপত্তারক্ষী চরম সতর্কতা
শিল্পী পবন দে শুধু দুর্গাপ্রতিমা পাট দিয়ে তৈরি করেছেন এমনটা নয়, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশও পাটের তৈরি করেছেন। পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের একারকি গ্রামের পবন দে এবং তার ছেলে পবিত্র মিলে তৈরি করছেন এই পাটের প্রতিমা। হাত, পা, মুখ, মুকুট থেকে গয়না সবকিছুই পাট দিয়ে তৈরি করেছেন। অক্লান্ত পরিশ্রমে দিন-রাত এক করে প্রতিমা গড়ে চলেছেন পবনবাবু। যা মেদিনীপুরের বোম্বে রোডের একটি ক্লাবের পুজোর শোভা বাড়াবে।
advertisement
প্রসঙ্গত, জুট বা পাট পরিবেশবান্ধব বস্তু। পরিবেশ বাঁচাতে এবং পরিবেশ রক্ষার বার্তা দিতে পাট দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমা। শুধু প্রতিমা নয়, প্রতিমার সঙ্গে গহনা নিজেই তৈরি করেন পবনবাবু। প্রয়োজনে সঙ্গ দেন তাঁর স্ত্রীও।
প্রতি বছর দুর্গাপুজো মেটার মাস দুয়েক পর থেকেই পবন দে লেগে পড়েন পরের বছরের জন্য প্রতিমা তৈরি করতে। তিনি থিমের দুর্গা তৈরির শিল্পী হিসেবে পরিচিত। এটাই তাঁর পেশা। বেশ কয়েক বছর ধরেই প্রতিমা বানিয়ে সংসার চালাচ্ছেন পবনবাবু। তাঁর ছেলে পবিত্র’ও এই পথে হাঁটছে।
রঞ্জন চন্দ