পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ দাস। এদিন বৃহস্পতিবার ধৃত ব্যক্তিকে ঝাড়্গ্রাম আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে বুধবার বিকেলে বিনপুর থানার কাঁকো এলাকার একটি দোকানে দু'হাজার টাকার জাল নোট ভাঙাতে গিয়েছিল বিশ্বজিৎ। ওই দোকানদার জাল নোট দেখে সন্দেহ হওয়ায় বিনপুর থানার পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর বিনপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
advertisement
আরও পড়ুন: ২০২০ সালে আজই লকডাউন হয়েছিল! কলকাতা থেকে বাঁকুড়া বদলে গিয়েছিল জীবন!
আরও পড়ুন:
ধৃত ব্যক্তির কাছ থেকে চারটি দু হাজার টাকার নোট ও চৌদ্দটি পাঁচশো টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য গত শুক্রবার ঝাড়্গ্রাম ব্লকের কাশিয়া এলাকা থেকে জাল নোট সহ শেক মহিম ও মানব মজুমদার ওরফে রাহুল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে ঝাড়্গ্রাম থানার পুলিশ। ধৃত ব্যক্তিরা কোথা থেকে জাল নোট পাচ্ছেন তা নিয়ে ইতি মধ্যে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। এর আগে গত নভেম্বর মাসে বিনপুর বাজার এলাকা থেকে প্রায় ৩৫ হাজার টাকার জাল নোট সহ রঞ্জিত মহাপাত্র নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও লালগড়, ওড়িশা সীমান্তবর্তী নয়াগ্রাম এলাকা থেকেও জাল নোট উদ্ধার করেছেন পুলিশ। এদিকে একের পর এক জাল নোট উদ্ধার হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঝাড়্গ্রাম জেলাবাসীর মনে। পুলিশ সুত্রে জানা গিয়েছে এই জাল নোট কারবারের জাল কত দূর পর্যন্ত ছড়িয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে ঝাড়্গ্রাম জেলা পুলিশ।
রাজু সিং