সূত্রের খবর, হাওড়া ছেড়ে আসার পর আপ হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৩ টা ৪০ মিনিট নাগাদ পৌঁছবে বেলদা স্টেশনে। ডাউন ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস থামবে সকাল ১০ টা ৫ মিনিটে।
আরও পড়ুন: কোচবিহারের ঐতিহ্য মদনমোহন বাড়ি! ঘুরে দেখে আসুন এই মন্দির
প্রসঙ্গত, বেলদাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, বেলদাতে স্টপেজ পাক জনশতাব্দী এক্সপ্রেস। বারংবার খড়গপুর ডিভিশনে রেলওয়ে ম্যানেজার এমনকি সাংসদ দিলীপ ঘোষ এর কাছেও দরবার করেছেন ব্যবসায়ী সংগঠন, রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি।
advertisement
তবে সাধারণ মানুষের অবশেষে দাবি পূরণ হতে চলেছে। মালদহ থেকে ব্যাঙ্গালুরু পর্যন্ত চালু হয়েছে অমৃত ভারত ট্রেন। বন্দে ভারতের পর বিশেষ ট্রেনের সুবিধা পেতে চলেছে বাংলার মানুষ। উল্লেখ্য, বেলদা ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে অমৃত ভারত চালুর দিনেও সাংসদের কাছে আবেদন জানানো হয়েছিল জনশতাব্দী এক্সপ্রেসের বেলদাতে স্টপেজের জন্য।
ব্যবসায়ী সংগঠনের সেই আবেদনে সায়ও দিয়েছিলেন সাংসদ দিলীপ ঘোষ। সাংসদের প্রতিশ্রুতি মতো আবার বেলদা ও সংলগ্ন এলাকায় রেলযাত্রীদের জন্য খুশির খবর। এবার দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ভদ্রক শাখায় বেলদা রেল স্টেশনে থামবে ১২০৭৩ ডাউন ভুবনেশ্বর-হাওড়া এবং ১২০৭৪ আপ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। বুধবার, ৩জানুয়ারি এরকমই সিদ্ধান্তের কথা জানা গিয়েছে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন সূত্রে।
আগামী ৫জানুয়ারি শুক্রবার সকাল ১০টা ৩৫ মিনিটে হাওড়াগামী ডাউন ১২০৭৪ ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস থামবে বেলদা রেলস্টেশনে।
বেলদা ব্যবসায়ী সংগঠনের কার্যকরী সভাপতি রাজু চান্ডক বলেন, “দীর্ঘদিনের দাবি ছিল হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসের। অবশেষে রেল সেই আবেদনের সায় দিয়েছে। আমরা ব্যবসায়ীরা এবং বেলদাবাসী হিসেবে খুব খুশি। চিকিৎসা হোক কিংবা অন্যান্য কাজের জন্য সঠিক সময়ে ভুবনেশ্বর যাওয়া অথবা হাওড়া যাওয়ার জন্য এই বিশেষ ট্রেন পেয়ে খুশি সকলে।”
রঞ্জন চন্দ