Tourist Spots: ছোট্ট গ্রামে ভিড় জমাচ্ছেন পর্যটকরা! পাহাড়, নদীর মাঝে এই মনোরম পরিবেশে থেকে ঘুরে আসুন ২-১ দিনের ছুটিতে

Last Updated:

বছরের প্রথমেই ভিড় জমতে শুরু করেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের এই পর্যটন স্থলে। ভূটান সীমান্তবর্তী এলাকা লংকাপাড়া। এই এলাকাতেই রয়েছে ছোট পাহাড়ি এলাকা।

+
লঙ্কাপাড়ার

লঙ্কাপাড়ার ছোট পাহাড়

আলিপুরদুয়ার: বছরের প্রথমেই ভিড় জমতে শুরু করেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের এই পর্যটন স্থলে। ভূটান সীমান্তবর্তী এলাকা লংকাপাড়া। এই এলাকাতেই রয়েছে ছোট পাহাড়ি এলাকা। স্থানটি এখনও পর্যটন মানচিত্রে সেভাবে জায়গা করে নিতে পারেনি। এলাকার প্রাকৃতিক দৃশ‍্য দেখে এলাকার যুবকেরা এই স্থানটিকে পর্যটনের অনুকুল করে তুলেছে।
গত বছরের ডিসেম্বর মাসে এই পর্যটন স্থলটি খুলে দেওয়া হয় পর্যটকদের জন‍্য। আশপাশের জেলা, রাজ্য থেকে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন এখানে।উন্মুক্ত আকাশ, পাহাড়ের হাতছানি, সবুজ চা গাছে ঘেরা বিস্তীর্ণ এলাকার পাশাপাশি জলদাপাড়া জঙ্গল ,নদী, মনোরম পরিবেশ।
advertisement
advertisement
শান্ত নৈসর্গিক এই স্থানে কিছু সময় কাটাতে আলিপুরদুয়ার জেলার পাশাপাশি আশেপাশের বিভিন্ন জেলা ও অসম থেকেও পর্যটকেরা ভিড় জমাচ্ছেন এই এলাকায়। সুনীল নারায়ন মজুমদার নামের এক পর্যটক জানান, ” প্রকৃতি ঢেলে সাজিয়েছে এই পর্যটন ক্ষেত্রটিকে। একসঙ্গে পাহাড়, নদী, বনাঞ্চল দেখে আমরা আপ্লুত। বীরপাড়ার মধ‍্যে এমন একটি পর্যটন ক্ষেত্র পেয়ে আমরা উপকৃত হলাম।”
advertisement
পর্যটকদের কথা মাথায় রেখে নানান সৌন্দর্যায়নের কাজও করেছেন স্থানীয়রা। তৈরি করা হয়েছে সেলফি পয়েন্টও। মূলত স্থানীয় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যেই উদ্বোধন হয়েছিল এই পর্যটনস্থলটি। এই অল্প সময়ের মধ্যেই পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়ায় এবং পর্যটকদের সমাগম হওয়ায় খুশি স্থানীয়রাও।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Tourist Spots: ছোট্ট গ্রামে ভিড় জমাচ্ছেন পর্যটকরা! পাহাড়, নদীর মাঝে এই মনোরম পরিবেশে থেকে ঘুরে আসুন ২-১ দিনের ছুটিতে
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement