আর এবার এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে শহর মেদিনীপুরেও উৎসবের মেজাজ। চারিদিকে সাজ সাজ রব। তবে এবার পুরনো রথযাত্রার সঙ্গে নব সংযোজন ইসকনের রথযাত্রা। চূড়ান্ত তৎপরতার সঙ্গে শুরু হয়েছে প্রস্তুতি। পাশাপাশি শুরু হয়েছে পূজার্চনাও।
আরও পড়ুন: রথ মানেই পুরী, কিন্তু জানেন কি পুরীর রথের বিশেষত্ব? জানলে মন ভরে যাবে
advertisement
এবারের রথযাত্রাকে কেন্দ্র করে চূড়ান্ত তৎপরতা দেখা গেল সকলের মধ্যে। শহরে এবার বিশেষ আকর্ষণ ইসকনের রথযাত্রা। মেদিনীপুর শহরে প্রথমবারের জন্য দেখা যাবে এই বিশেষ রথ। শহরের গান্ধী ঘাট ইসকন মন্দির থেকে এই রথযাত্রা শুরু হবে।
আরও পড়ুন: কলকাতার রথ কোথায় গেলে দেখতে পাবেন? কোন পথ দিয়ে যাবে রথ? রইল বিস্তারিত
মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণের গুন্ডিচার মন্দিরে সাত দিন থাকবেন ভগবান জগন্নাথ, ভগবান বলরাম ও দেবী সুভদ্রা। সেই রথ সাজিয়ে তোলার কাজে হাত লাগিয়েছেন ইসকনের সেবক ও ভক্তরা। প্রথম বর্ষে ইসকনের রথ দেখতে এবং রথযাত্রা উৎসবে শামিল মেতে উঠেছে ভক্তরাও। প্রথম বছরের এই ইসকনের রথযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
Ranjan Chanda