TRENDING:

Rath Yatra 2023: এবার রথে মেদিনীপুরে দারুণ চমক, অপেক্ষায় গোটা শহর! তৎপরতা তুঙ্গে

Last Updated:

ISKCON Rath Yatra 2023 : আর এবার এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে  শহর মেদিনীপুরেও উৎসবের মেজাজ। চারিদিকে সাজ সাজ রব।  তবে এবার পুরনো রথযাত্রার সঙ্গে নব সংযোজন ইসকনের রথযাত্রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর: বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম রথযাত্রা। জগন্নাথ,বলরাম, সুভদ্রা পূজা হয় এই বিশেষ তিথিতে। তারপর হয় তাঁদের রথ যাত্রা। ভগবান জগন্নাথ, ভগবান বলরাম ও  দেবী সুভদ্রার কাছে সকলের মঙ্গল কামনায় রথের রশিতে টান দেন ভক্তবৃন্দ। রথযাত্রা বললেই আগে মনে আসে পুরীর কথা। তবে শুধু পুরী বা ওড়িশা নয়, পশ্চিমবঙ্গের  নানা জায়গায় এই উৎসব পালিত হয়।
advertisement

আর এবার এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে  শহর মেদিনীপুরেও উৎসবের মেজাজ। চারিদিকে সাজ সাজ রব।  তবে এবার পুরনো রথযাত্রার সঙ্গে নব সংযোজন ইসকনের রথযাত্রা। চূড়ান্ত তৎপরতার সঙ্গে শুরু হয়েছে প্রস্তুতি। পাশাপাশি শুরু হয়েছে পূজার্চনাও।

আরও পড়ুন: রথ মানেই পুরী, কিন্তু জানেন কি পুরীর রথের বিশেষত্ব? জানলে মন ভরে যাবে

advertisement

View More

এবারের রথযাত্রাকে কেন্দ্র করে চূড়ান্ত তৎপরতা দেখা গেল সকলের মধ্যে। শহরে এবার বিশেষ আকর্ষণ ইসকনের রথযাত্রা। মেদিনীপুর শহরে প্রথমবারের জন্য দেখা যাবে এই বিশেষ রথ। শহরের গান্ধী ঘাট ইসকন মন্দির থেকে এই রথযাত্রা শুরু হবে।

আরও পড়ুন: কলকাতার রথ কোথায় গেলে দেখতে পাবেন? কোন পথ দিয়ে যাবে রথ? রইল বিস্তারিত

advertisement

মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণের গুন্ডিচার মন্দিরে সাত দিন থাকবেন ভগবান জগন্নাথ, ভগবান বলরাম ও দেবী সুভদ্রা। সেই রথ সাজিয়ে তোলার কাজে হাত লাগিয়েছেন ইসকনের সেবক ও ভক্তরা। প্রথম বর্ষে ইসকনের রথ দেখতে এবং রথযাত্রা উৎসবে শামিল মেতে উঠেছে ভক্তরাও। প্রথম বছরের এই ইসকনের রথযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Rath Yatra 2023: এবার রথে মেদিনীপুরে দারুণ চমক, অপেক্ষায় গোটা শহর! তৎপরতা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল