একসঙ্গে এক জায়গায় এত সংখ্যক শিবের মন্দির! দেখেছেন আগে কখনও? এমন সুযোগ হারাবেন না

Last Updated:

বেশ কয়েকশো বছরের প্রাচীনত্বের ধারাকে বহমান রেখেছে এই মন্দির গুলো। তার সংরক্ষণ করেছে এলাকাবাসীরা। তবে প্রতিটি মন্দিরের চূড়া আলাদা আলাদা। এলাকার বাসিন্দা প্রনবেশ রায়ের পারিবারিক এই মন্দিরগুলো।

+
মন্দিরময়

মন্দিরময় এলাকা

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: মন্দির দেখতে যাওয়ার কথা হলে আমরা প্রথমেই সকলেই ভাবি বাঁকুড়া, বিষ্ণুপুর কিংবা বর্ধমানের কথা। তবে একসঙ্গে একটি ছোট্ট জায়গায় এত সংখ্যক মন্দির বোধ হয় আর কোথাও নেই। মন্দিরের প্রতি শখ থাকলে এবং ইতিহাস জানতে চাইলে আপনাকে আসতে হবে এখানে। এবার পুরানো বেশ কয়েকটি ডেসটিনেশন বাদ দিয়ে আপনার গন্তব্য হোক এই জায়গা। ইতিহাস ঐতিহ্য এবং পরম্পরার মেলবন্ধন ঘটেছে এখানে। কলকাতা থেকে খুব কাছেই এই জায়গা। বাংলা ওড়িশা সীমানা থেকে সামান্য কিছুটা দূরে, এই মন্দিরময় এলাকা। ওড়িশা রাজ্যের অধীন হলেও বাংলার খুব কাছেই।
advertisement
মেদিনীপুরের পাথরাতে কিছুটা দূরেই রয়েছে প্রায় ৩০ এর বেশি মন্দির। তবে একসঙ্গে এত সংখ্যক শিবের মন্দির আগে কোথাও দেখেছেন? বেশ কয়েকশো বছরের প্রাচীনত্বের ধারাকে বজায় রেখেছে এই শিবের মন্দির গুলো। ছোট্ট জায়গা চারদিকে রয়েছে প্রায় ১২টি মন্দির। প্রতিদিন প্রতিটি মন্দিরে নিত্য পুজো করেন এক পুরোহিত। জানা যায় বেশ কয়েকশো বছরের পুরানো এই সকল মন্দির। আগে চুন সুরকি দিয়ে তৈরি এই মন্দির হলেও, বর্তমানে তার সংরক্ষণ ও রং করা হয়েছে। তবে এত সংখ্যক শিবের মন্দির এবং তার প্রাচীনত্ব অবাক করবে।
advertisement
বাংলা ওড়িশা সীমানা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ওড়িশার কামারদা এলাকা। এখানেই রয়েছে এই শিবের মন্দির। একই উচ্চতা বিশিষ্ট এবং চারিদিকে ঘিরে করে থাকা প্রায় ১২ টি মন্দির। ভৈরবেশ্বর, সিদ্ধেশ্বর, মুক্তেশ্বর, ঈশানেশ্বর শহর প্রতিটি মন্দিরের নাম ভিন্ন ধরনের। নিত্যদিনই প্রতিটি মন্দিরে পুজো করেন পুরোহিত। নির্দিষ্ট উপাচার মেনে, কলা, চাল, বেলপাতা সহ একাধিক পুজোর উপকরণ দিয়ে পুজো হয় প্রতিদিন।। বহু ভক্ত আছেন এখানে তার মনস্কামনা জানিয়ে।
advertisement
তবে বেশ কয়েকশো বছরের প্রাচীনত্বের ধারাকে বহমান রেখেছে এই মন্দির গুলো। তার সংরক্ষণ করেছে এলাকাবাসীরা। তবে প্রতিটি মন্দিরের চূড়া আলাদা আলাদা। এলাকার বাসিন্দা প্রনবেশ রায়ের পারিবারিক এই মন্দির গুলো। যা শতাধিক বছরের ইতিহাস বহন করে চলেছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের থেকে সীমানা থেকে এর দূরত্ব সামান্য। তাই, সামান্য কিছুক্ষণের জন্য ঘুরে দেখতে পারেন এই জায়গা। নিমেষে মন ভালো হয়ে যাবে আপনার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একসঙ্গে এক জায়গায় এত সংখ্যক শিবের মন্দির! দেখেছেন আগে কখনও? এমন সুযোগ হারাবেন না
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement