Kolkata ISKCON Rath Yatra 2023: কলকাতার রথ কোথায় গেলে দেখতে পাবেন? কোন পথ দিয়ে যাবে রথ? রইল বিস্তারিত
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
সামনেই রথযাত্রা। আর রথ মানেই পুরী। কিন্তু কলকাতার রথ বললেই প্রথমে মনে আসে ইসকনের রথযাত্রা। এটি কলকাতার অন্যতম প্রধান ও জনপ্রিয় রথযাত্রা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রথযাত্রার পথঃ মঙ্গলবার ২০ জুন, ২০২৩ মিন্টো পার্কের কাছে হাঙ্গরফোর্ড স্ট্রিট থেকে দুপুর ১:৩০ এ শুরু করে ৩সি অ্যালবার্ট রোড (ইসকন মন্দির) ->হাঙ্গরফোর্ড স্ট্রীট ->এজেসি বোস রোড->শরৎ বোস রোড->হাজরা রোড-> শ্যামাপ্রসাদ মুখার্জি রোড-> আশুতোষ মুখার্জি রোড-> চৌরঙ্গী রোড-> এক্সাইড মোড়-> জে এল নেহরু রোড-> আউটট্রাম রোড-> সোজা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে থামবে।
advertisement
উল্টো রাথযাত্রা অর্থাৎ বুধবার ২৮ জুন ২০২৩ পার্ক স্ট্রিট মেট্রোর কাছে আউটট্রাম রোড থেকে দুপুর ১ টার থেকে শুরু হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড->আউটট্রাম রোড-বাম মোড়-জেএল নেহরু রোড- ধর্মতলা মোড়->এস.এন ব্যানার্জি রোড-> মৌলালি মোড়-> সি আই টি রোড-> সোহরাওয়ার্দী এভিনিউ-> পার্ক সার্কাস ৭ পয়েন্ট মোড়-> শেক্সপিয়ার সরণি-> হাঙ্গরফোর্ড স্ট্রিট-৩সি আলবার্ট রোড (ইসকন মন্দির) এসে পৌঁছাবে।
advertisement
advertisement