অন্যান্য জেলার মত পশ্চিম মেদিনীপুরের নানান প্রান্তে সরকারি ও বেসরকারি উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। বেলদায় সকাল ৭ টা ২১ মিনিটে ভাষা শহিদদের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সালাম, বরকত, জব্বারদের শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানের আয়োজক ছিল বেলদা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভাষা আন্দোলনের বীর শহিদদের। পাশাপাশী এলাকার বিশিষ্ট ব্যাক্তিদের একুশে সম্মানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
advertisement
আরও পড়ুন: পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনে শহিদ হয়েছিলেন মুর্শিদাবাদের ছেলে আবুল বরকত
বেলদার এই অনুষ্ঠান মঞ্চেই প্রকাশিত হয় একুশে পত্রিকা। গানে এবং কথায় এই দিনটিকে পালন করে সংগঠনটি। আলোচনা করা হয় ২১ ফেব্রুয়ারির গুরুত্ব নিয়ে। অন্য দিকে খড়গপুরে মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ ২১ ফেব্রুয়ারি উপলক্ষে নাচ, গান ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুরের মহকুমাশাসক দিলীপ মিশ্র, মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক সহ অন্যরা।
রঞ্জন চন্দ