পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অঞ্চল ভেদে ঘরোয়া ভাষা বা আঞ্চলিক ভাষায় কথা বলেন বিভিন্ন মানুষ। সরকারি অফিস, বেসরকারি অফিস কিংবা বিভিন্ন জায়গায় প্রকৃত বাংলা ভাষার প্রচলন থাকলেও প্রান্তিক গ্রামীণ এলাকায় এখনও সাধারণ মানুষ একে অপরের ভাব বিনিময় করেন তাদের আঞ্চলিক ভাষায়।
আরও পড়ুনঃ পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের কোচিং দিতে অভিনব ভাবনা পুলিশের
advertisement
তবে বর্তমান প্রজন্মের কাছে সেই আঞ্চলিক ভাষা বা ঘরোয়া ভাষা এখন অপ্রাসঙ্গিক বলে মনে হয়। আঞ্চলিক ভাষায় আর কথা বলে না বর্তমান প্রজন্ম। পশ্চিম মেদিনীপুরের বেলদা ও দাঁতন সংলগ্ন এলাকায় কেলেঘাই ও বাঘুই পারে মিঠা ভাষা চর্চা কমিটির উদ্যোগে ভাষা দিবস পালন করা হয়। এ দিন আঞ্চলিক ভাষায় হয় সমগ্র অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ভাষা স্বাধীনতার সাথে সাথে বর্তমান প্রজন্মের কাছে আঞ্চলিক ভাষার গুরুত্ব তুলে ধরা। অনুষ্ঠানে ছামুদুয়ার নামে আঞ্চলিক ভাষায় লেখা একটি বই ও প্রকাশিত হয়।
এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী তথা লেখক জুগজিৎ নন্দ, আঞ্চলিক ভাষার কবি পরেশ বেরা-সহ অন্যরা। অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।
Ranjan Chanda