চিকিৎসক দিবসের দিন এইমস কল্যাণীর ডিরেক্টর রামজি সিং, আইআইটি খড়্গপুরের ডিরেক্টর ভি কে তিওয়ারি, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান কল্যাণ গোস্বামী, সহ একাধিক আধিকারিকদের উপস্থিতিতে এই মৌ স্বাক্ষরিত হয়।
আরও পড়ুন: কামাখ্যা থেকে ফেরার পথে নিখোঁজ শান্তিপুরের সাধক, অপেক্ষায় পরিবার
এই মৌ স্বাক্ষরিত হওয়ার পরে দুটি প্রধান প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা গবেষণা প্রচার কার্যক্রম এবং চিকিৎসা ক্ষেত্রে আরো উন্নততর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। যা চিকিৎসা ক্ষেত্রে নতুন ধারণার জন্ম দেবে। পাশাপাশি ছাত্রদের সহযোগী গবেষণায় ও সহায়তা হবে।
advertisement
এইমস কল্যাণীর ডিরেক্টর রামজি সিং মন্তব্য করেন, এইমস কল্যাণীর সাথে আইআইটি খড়্গপুরের এই মহৎ উদ্যোগে চিকিৎসা শিক্ষায় উৎকর্ষ সাধনের মাধ্যমে যুগান্তকারী গবেষণার প্রসার ঘটানো হবে। আইআইটি খড়্গপুরের মত ভারতের প্রধান প্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক প্রোগ্রাম মেডিকেল ছাত্র গবেষণা ফ্যাকাল্টি সদস্যদের স্বাস্থ্য সেবা ব্যবস্থার নেতৃত্ব দেওয়ার উপলক্ষ হয়ে উঠবে।
মাইক্রো স্পেশালাইজেশন এবং মাইক্রোক্রেডিট কোর্স, প্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য নিজে নিজে প্রতিষ্ঠানের অধ্যয়ন এবং ইন্টার্নশিপ এর সাথে প্রাসঙ্গিক উন্নত বিষয়গুলির সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে সহযোগিতা ভিত্তিতে ডিজাইন করা যেতে পারে।
আরও পড়ুন: বিদ্যাধরী নদীতে কী ভাসছে? কাছে যেতেই স্থানীয়দের শিড়দাঁড়া বেয়ে নেমে গেল ঠান্ডা স্রোত
আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক ভি কে তেওয়ারি মন্তব্য করেন, জাতীয় ডাক্তার দিবসের শুভদিনে আইআইটি খড়গপুর একটি গবেষণা চালিত মেডিকেল কলেজ ডক্টর বি সি রায় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার, এমস কল্যানীর সাথে হাত মিলিয়েছে। অত্যাধুনিক শিক্ষাদান, গবেষণার ক্ষেত্রে বিশ্বমানের প্রযুক্তি সহ একাডেমিক পরিবেশ প্রদান করবে। প্রথম পর্যায়ে বিসিরায় হাসপাতালটি বহির্বিভাগে রোগীদের সেবা শুরু করেছে এবং ক্রিটিকাল কেয়ার ও অপারেশন থিয়েটারসহ ইন- পেশেন্ট সেবা চালু করেছে।
বিভিন্ন ধরনের মেডিকেল গবেষণার ক্ষেত্রে আইআইটি খড়্গপুরের আন্ডার গ্যাজুয়েট এবং পোস্ট গ্ৰাজুয়েট ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে স্বাস্থ্য সংক্রান্ত গবেষণার মান আরো উন্নত করতে পারবে বলে মনে করছেন প্রতিষ্ঠানের আধিকারিকেরা চিকিৎসক দিবসের শুভ মুহূর্তে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে এক আলোকবর্তিকা স্বরূপ এই মৌ সাক্ষর।
রঞ্জন চন্দ