Nadia News: কামাখ্যা থেকে ফেরার পথে নিখোঁজ শান্তিপুরের সাধক, অপেক্ষায় পরিবার

Last Updated:

৬৫ বছর বয়সী নন্দদুলাল কুন্ডু আজ থেকে প্রায় ৩০ বছর আগে সাধক হিসেবে কামাখ্যায় চলে যান

+
title=

শান্তিপুর: কামাখ্যা থেকে ফেরার পথে, নিখোঁজ শান্তিপুরের তন্ত্রসাধক, দীর্ঘ সময় ধরে প্রতীক্ষায় পরিবার। শান্তিপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বড়বাজার স্ট্রিট চরজিজিরার বাসিন্দা ৬৫ বছর বয়সী নন্দদুলাল কুন্ডু আজ থেকে প্রায় ৩০ বছর আগে সাধক হিসেবে কামাখ্যায় চলে যান। গঙ্গাসাগর, তারাপীঠ সহ বিভিন্ন শক্তি পিঠে তিনি থাকতেন। তবে শান্তিপুর বাড়িতে স্ত্রী পুত্র কন্যাদের সঙ্গে বছরে একবার করে দেখা করতে আসতেন।
সম্প্রতি ছয় মাস আগে তার বয়সজনিত শরীর খারাপ সংক্রান্ত কারণে, বাড়িতে আসার উদ্দেশ্যে কামাখ্যা থেকে রওনা দেন ট্রেন পথে, তবে তার কাছে কোনও মোবাইল না থাকার কারণে পরিবারের পক্ষ থেকে কোন যোগাযোগ করতে পারেনি।
advertisement
advertisement
এতদিন বাদেও বাড়িতে এসে না পৌঁছানোর কারণে পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানা একটি লিখিত নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের করুন প্রার্থনা, সোশ্যাল মিডিয়ায় তারা ভরসা রেখেছেন। নন্দ দুলাল বাবুকে ফেরাতে পারে একমাত্র, প্রচুর সংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণ।
advertisement
উল্লেখ্য, ভারতবর্ষের কামাখ্যা মন্দির অন্যতম জনপ্রিয় একটি তীর্থস্থান হিন্দু ধর্ম অবলম্বনকারী মানুষদের। এছাড়াও কামাক্ষার মন্দিরে বহু সাধু সন্ন্যাসীরাও যান। ঠিক তেমনি আজ থেকে প্রায় ৩০ বছর আগে কামাক্ষার মন্দিরে গিয়ে সাধনা করেন ৬৫ বছর বয়সী নন্দদুলাল কুন্ডু, তবে বর্তমানে তিনি কোথায় আছেন তা নিয়ে পরিবারের রয়েছে সংশয়।
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: কামাখ্যা থেকে ফেরার পথে নিখোঁজ শান্তিপুরের সাধক, অপেক্ষায় পরিবার
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement