TRENDING:

Vande Bharat Express: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সময় খারাপ, এবার এল ‘এই’ বড় খবর

Last Updated:

Vande Bharat Express: বাতিল হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের মেরামতের জন্য সোমবার হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করল রেল কর্তৃপক্ষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর: বাতিল করা হল হাওড়া- পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার, ২২ শে মে বাতিল করা হলো হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস।
 ২২ শে মে বাতিল করা হলো হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস
২২ শে মে বাতিল করা হলো হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস
advertisement

হাওড়া পুরী রুটে চলার দ্বিতীয় দিনে দুর্ঘটনার মুখে পড়ে বন্দে ভারত।পুরী থেকে যথা সময়ে ছেড়ে এলেও ওড়িশার বৈতরণী ও মঞ্জুরি রোড স্টেশনের মাঝে বিকেল প্রায় সাড়ে চারটা নাগাদ খারাপ আবহাওয়ার সম্মুখীন হয় বন্দে ভারত। প্রবল ঝড় বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পড়ে ট্রেনের সামনে ইঞ্জিনের উপর। প্রাকৃতিক দুর্যোগের ফলে বেশ ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের বেশ কিছু অংশ। প্রায় বেশ কয়েক ঘন্টা ধরে চলে ট্রেন মেরামতির কাজ।

advertisement

আরও দেখুন

View More

দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, দীর্ঘক্ষণ ধরে চলে ট্রেনের মেরামতির কাজ। ট্রেনের আটকে পড়া যাত্রীদের জন্য খাবারের প্যাকেট এবং জলের ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে। ট্রেনের ভেতরে বেশ কিছুক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। রবিবার প্রায় রাত ৮.২০ দুর্ঘটনাগ্রস্থ এলাকা ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় বন্দে ভারত।

advertisement

আরও দেখুন

তবে ট্রেনের মেরামতির জন্য সপ্তাহের প্রথম দিন বাতিল করা হল হাওড়া থেকে পুরী রুটে বন্দে ভারত। রেল সূত্রে জানানো হয়েছে, ২২ শে মে হাওড়া পুরী কিংবা পুরী হাওড়া রুটে চলবে না বন্দে ভারত। অতিরিক্ত বন্দে ভারত এক্সপ্রেসের রেক না থাকায় সোমবার বন্দে ভারত চলাচল বাতিল করা হয়।প্রসঙ্গত, এর আগে হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারতে বারবার হামলা চালানো হয়েছে।

advertisement

তবে একবারে প্রকৃতির কোপে পুরী হাওড়া রুটে বন্দে ভারত।খুব দ্রুততার সঙ্গে ফের চালানো হবে এই সেমি হাইস্পিড এক্সপ্রেস বলে মনে করা হচ্ছে। তবে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ভারতীয় রেল। তবে সোমবার যারা হাওড়া পুরী কিংবা পুরী হাওড়া রুটে বন্দে ভারত বুক করেছেন, তাদের প্রত্যেককেই টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Vande Bharat Express: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সময় খারাপ, এবার এল ‘এই’ বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল