রেল সূত্রে খবর, পুরোদমে চালুর আগে আরও দুই দফায় ট্রায়াল রান চালানো হবে। মে মাস থেকেই পাকাপাকিভাবে হাওড়া-পুরি রুটে যাত্রা শুরু করতে পারে দক্ষিণ পূর্ব রেলওয়ে। রেল জানাচ্ছে, প্রায় ১৩০কিলোমিটার গতিবেগে ছুটতে পারে এই ট্রেন। এদিন নির্ধারিত সময়েই খড়্গপুর স্টেশনে পৌঁছায় হাওড়া-পুরি বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার হাওড়া থেকে শুরু হয় দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনে বন্দে ভারত এক্সপ্রেসের পরীক্ষামূলক সফর। রাজ্যের দ্বিতীয় বন্দে ভারতের রক্ষণাবেক্ষণ করবে খড়্গপুর ডিভিশনও।
advertisement
আরও পড়ুন: ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, আরও দীর্ঘ অপেক্ষা আন্দোলনকারীদের! কবে আবার শুনানি?
হাওড়া থেকে ৬টা ১০ মিনিটে ছেড়ে খড়্গপুরে পৌঁছয় সকাল ৭টা ৩৮ মিনিটে। ট্রেনের গতিবেগ ১৩০ কিলোমিটার ছিল বলে জানা গিয়েছে। এ দিন ট্রেনটি পুরী পৌঁছবে বেলা ১২টা ৩৫মিনিটে। এই পরীক্ষামূলক সফরের পর ৩০ এপ্রিল হবে দ্বিতীয় পরীক্ষামূলক সফর। তারপরেই হাওড়া-পুরী রুটে এই বন্দে ভারতের সফরসূচি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে রেল।
আরও পড়ুন: কলকাতা পুলিশের ফেসবুক পেজে অন্য 'বসন্ত', গ্রীষ্মের দহনে মন জুড়িয়ে যাওয়া স্বপ্নগল্প!
জানা গিয়েছে, হাওড়ার পরে এই রাজ্যে একমাত্র খড়্গপুর স্টেশনেই দাঁড়াবে এই ট্রেন। এ দিন খড়্গপুরে পৌঁছতেই উৎসুক যাত্রীরা ভিড় জমান ট্রেনের সামনে। অনেকেই নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করেন স্মরণীয় মুহূর্তের ছবি। পরীক্ষামূলক এই বন্দেভারতের ট্রায়াল রানের চালক ছিলেন সিনিয়র লোকো পাইলট রাজা মুখোপাধ্যায়। বন্দে ভারত চললে কম সময়ে পুরী পৌঁছতে পারবেন রেল যাত্রীরা। উপকৃত হবেন সাধারণ মানুষ।
রঞ্জন চন্দ