TRENDING:

Howrah Puri Vande Bharat Express: শুরু হল ট্রায়াল রান, এবার হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে যাওয়া যাবে পুরী!

Last Updated:

Howrah Puri Vande Bharat Express: শুক্রবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম ফেজের ট্রায়াল রান শুরু হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর: রাজ্য পেল দ্বিতীয় বন্দেভারত। ভ্রমণপিপাসু বাঙালির প্রিয় ডেস্টিনেশন পুরী। এখন মাত্র সাড়ে পাঁচ ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছনো যাবে। সৌজন্যে বন্দে ভারত। শুক্রবার সকালে প্রথম পর্বে ফুল ফেইজ ট্রায়াল রান করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। শুক্রবার সকাল ৬:১০-এ হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় বন্দে ভারত। নতুন বন্দে ভারত রাজ্যে শুধুমাত্র খড়গপুর স্টেশনে দাঁড়াবে বলে সূত্রের খবর।
advertisement

রেল সূত্রে খবর, পুরোদমে চালুর আগে আরও দুই দফায় ট্রায়াল রান চালানো হবে। মে মাস থেকেই পাকাপাকিভাবে হাওড়া-পুরি রুটে যাত্রা শুরু করতে পারে দক্ষিণ পূর্ব রেলওয়ে। রেল জানাচ্ছে, প্রায় ১৩০কিলোমিটার গতিবেগে ছুটতে পারে এই ট্রেন। এদিন নির্ধারিত সময়েই খড়্গপুর স্টেশনে পৌঁছায় হাওড়া-পুরি বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার হাওড়া থেকে শুরু হয় দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনে বন্দে ভারত এক্সপ্রেসের পরীক্ষামূলক সফর। রাজ্যের দ্বিতীয় বন্দে ভারতের রক্ষণাবেক্ষণ করবে খড়্গপুর ডিভিশনও।

advertisement

আরও পড়ুন: ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, আরও দীর্ঘ অপেক্ষা আন্দোলনকারীদের! কবে আবার শুনানি?

View More

হাওড়া থেকে ৬টা ১০ মিনিটে ছেড়ে খড়্গপুরে পৌঁছয় সকাল ৭টা ৩৮ মিনিটে। ট্রেনের গতিবেগ ১৩০ কিলোমিটার ছিল বলে জানা গিয়েছে। এ দিন ট্রেনটি পুরী পৌঁছবে বেলা ১২টা ৩৫মিনিটে। এই পরীক্ষামূলক সফরের পর ৩০ এপ্রিল হবে দ্বিতীয় পরীক্ষামূলক সফর। তারপরেই হাওড়া-পুরী রুটে এই বন্দে ভারতের সফরসূচি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে রেল।

advertisement

আরও পড়ুন: কলকাতা পুলিশের ফেসবুক পেজে অন্য 'বসন্ত', গ্রীষ্মের দহনে মন জুড়িয়ে যাওয়া স্বপ্নগল্প!

জানা গিয়েছে, হাওড়ার পরে এই রাজ্যে একমাত্র খড়্গপুর স্টেশনেই দাঁড়াবে এই ট্রেন। এ দিন খড়্গপুরে পৌঁছতেই উৎসুক যাত্রীরা ভিড় জমান ট্রেনের সামনে। অনেকেই নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করেন স্মরণীয় মুহূর্তের ছবি। পরীক্ষামূলক এই বন্দেভারতের ট্রায়াল রানের চালক ছিলেন সিনিয়র লোকো পাইলট রাজা মুখোপাধ্যায়। বন্দে ভারত চললে কম সময়ে পুরী পৌঁছতে পারবেন রেল যাত্রীরা। উপকৃত হবেন সাধারণ মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Howrah Puri Vande Bharat Express: শুরু হল ট্রায়াল রান, এবার হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে যাওয়া যাবে পুরী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল