DA Case: ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, আরও দীর্ঘ অপেক্ষা আন্দোলনকারীদের! কবে আবার শুনানি?
- Written by:Rajib Chakraborty
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
DA Case: শুক্রবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। তবে মামলার কোনও নিষ্পত্তি হয়নি।
নয়াদিল্লি: আবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। নতুন শুনানি হবে ১২ জুলাই। গরমের ছুটির পর নতুন বেঞ্চে হবে শুনানি। ১৯ মে থেকে দেশের সর্বোচ্চ আদালতে গরমের ছুটি পড়ে যাচ্ছে। ফলে নতুন শুনানি হবে গরমের ছুটির পর।
শুক্রবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। তবে মামলার কোনও নিষ্পত্তি হয়নি। বরং সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, 'সরকারি আইনজীবী উপস্থিত না থাকায় সরকারের জুনিয়র আইনজীবী আজ পাসওভার চান। (শুক্রবার, ২৮ এপ্রিল) বহু মামলা থাকায় আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি হয়নি।'
advertisement
advertisement
তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে আগামী ১২ জুলাই মামলার শুনানির দিন ধার্য করেছে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ। তবে রাজ্য সরকারি কর্মচারীদের অনেকেই আশা করেছিলেন যে আজ ডিএ মামলার নিষ্পত্তি হয়ে যাবে। কারণ আজ ছয় নম্বর আদালতকক্ষে বিচারপতি মাহেশ্বরী এবং বিচারপতি কারোলের বেঞ্চে কোনও 'পার্ট হার্ড' মামলা ছিল।
advertisement
যা শেষ কয়েকটি শুনানিতে ডিএ মামলার পথে 'মামলা' কাঁট হয়ে দাঁড়াচ্ছিল। কিন্তু তাতেও কোনও লাভ হল না। ফের ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। জানুয়ারি মাস থেকে ডিএ মামলার শুনানি লাগাতার পিছিয়ে যাচ্ছে। গত ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন শুনানি হয়নি। ২৮ এপ্রিল ধার্য করা হলেও এদিন তা হয়নি। এরই মধ্যে বিচারপতি দীনেশ মাহেশ্বরী ১৪ মে অবসর নেওয়ার কথা। অর্থাৎ ডিএ মামলার জন্য ফের নতুন বেঞ্চ তৈরি হবে সুপ্রিম কোর্টে।
advertisement
রাজীব চক্রবর্তী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 28, 2023 2:20 PM IST










