হোম /খবর /দেশ /
ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, আরও দীর্ঘ অপেক্ষা আন্দোলনকারীদের! কবে শুনানি?

DA Case: ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, আরও দীর্ঘ অপেক্ষা আন্দোলনকারীদের! কবে আবার শুনানি?

পিছিয়ে গেল মহার্ঘ্য ভাতা মামলার শুনানি

পিছিয়ে গেল মহার্ঘ্য ভাতা মামলার শুনানি

DA Case: শুক্রবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। তবে মামলার কোনও নিষ্পত্তি হয়নি।

  • Share this:

নয়াদিল্লি: আবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। নতুন শুনানি হবে ১২ জুলাই। গরমের ছুটির পর নতুন বেঞ্চে হবে শুনানি। ১৯ মে থেকে দেশের সর্বোচ্চ আদালতে গরমের ছুটি পড়ে যাচ্ছে। ফলে নতুন শুনানি হবে গরমের ছুটির পর।

শুক্রবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। তবে মামলার কোনও নিষ্পত্তি হয়নি। বরং সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, 'সরকারি আইনজীবী উপস্থিত না থাকায় সরকারের জুনিয়র আইনজীবী আজ পাসওভার চান। (শুক্রবার, ২৮ এপ্রিল) বহু মামলা থাকায় আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি হয়নি।'

আরও পড়ুন: কলকাতা পুলিশের ফেসবুক পেজে অন্য 'বসন্ত', গ্রীষ্মের দহনে মন জুড়িয়ে যাওয়া স্বপ্নগল্প!

তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে আগামী ১২ জুলাই মামলার শুনানির দিন ধার্য করেছে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ। তবে রাজ্য সরকারি কর্মচারীদের অনেকেই আশা করেছিলেন যে আজ ডিএ মামলার নিষ্পত্তি হয়ে যাবে। কারণ আজ ছয় নম্বর আদালতকক্ষে বিচারপতি মাহেশ্বরী এবং বিচারপতি কারোলের বেঞ্চে কোনও 'পার্ট হার্ড' মামলা ছিল।

আরও পড়ুন: ২০১৪ থেকে 'খেলা' শুরু, অনুব্রত কন্যার গোপন-প্রাপ্তি! তাজ্জব ইডি, আকাশ থেকে পড়ার জোগাড়

যা শেষ কয়েকটি শুনানিতে ডিএ মামলার পথে 'মামলা' কাঁট হয়ে দাঁড়াচ্ছিল। কিন্তু তাতেও কোনও লাভ হল না। ফের ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। জানুয়ারি মাস থেকে ডিএ মামলার শুনানি লাগাতার পিছিয়ে যাচ্ছে। গত ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন শুনানি হয়নি। ২৮ এপ্রিল ধার্য করা হলেও এদিন তা হয়নি। এরই মধ্যে বিচারপতি দীনেশ মাহেশ্বরী ১৪ মে অবসর নেওয়ার কথা। অর্থাৎ ডিএ মামলার জন্য ফের নতুন বেঞ্চ তৈরি হবে সুপ্রিম কোর্টে।

রাজীব চক্রবর্তী

Published by:Raima Chakraborty
First published:

Tags: DA case, Supreme Court